‘বীর কন্যাদের জন্য ভালবাসা’ - জেবউননেছা

Home Page » সাহিত্য » ‘বীর কন্যাদের জন্য ভালবাসা’ - জেবউননেছা
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



‘বীর কন্যাদের জন্য ভালবাসা’

সবুজ পাহাড়ের সাথে সখ্যতা করে বেড়েছ তোমরা
দেখেছ জীবনের লাল নীল সংগ্রাম,
আনাই,আনুচিং মণিকা তোমাদের নাম।
উওরবঙ্গের ক্ষরা রোদেও থেমে থাকোনি করেছ সাধনা,
তুমি সিরাত জাহান স্বপ্না।
লাল পাহাড়ের দেশে বেড়েছ তুমি সয়েছ যাতনা,
তুমি সাফ নারী জয়ের গোলরক্ষক রূপনা।
অনুশীলনের পরে মাঠে ছিলনা নাস্তার ব্যবস্থা,
মানুষের ভ্রুকুটি উপেক্ষা করে নিজের উপর রেখেছ আস্থা।
তোমরা গারো পাহাড়ের পাদদেশের মেয়ে
শিউলি, তহুরা,শামসুন্নাহার, মার্জিয়া, সাজেদা।
সুদূর জুগিয়া গ্রামে মানুষের কথায় আটকে রাখত তোমাকে,
ইতি তার নাম,সোহাগী ও ছিল এই সংগ্রামের সাথে।
সীমান্তের পাড়ে তোমাদের জন্ম কেটেছে শৈশব সেখানে,
বেতনা নদীর তীরে বেড়েছে মাশুরা,সাবিনাও ছিল সাথে।
বনগাঁওয়ের মেয়ে স্বপ্না যুদ্ধ করেই মাঠে এসেছে,
তোমার জন্যই তোমার বাবা গ্রামে সম্মান অর্জন করেছে।

আখি,নিলা,কৃষ্ণারা ফুটবল মাঠের প্রাণ,

তাদের জন্যই আজ সাফ নারী ফুটবল চ্যম্পিয়ন।।
কটুকথা,দারিদ্রতা, মাঠের কাজের ব্যস্ততা শেষে,
তোমরা এনে দিলে সম্মান আমাদের এই দেশে।
বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, শত নারী মুক্তিযোদ্ধা,
সুদূর নীল আকাশ থেকে তারা দেন তোমাদের বাহবা।
তোমাদের স্বপ্নের সাথে সারথী হন গোলাম রাব্বানি,
নানা উপহাস শুনেও তোমাদের তিনি ছেড়ে যাননি।
বেতন বৈষম্যসহ সয়েছ নানা রকমের প্রতিকূলতা,
তবুও ফুটবল মাঠে ছিলনা তোমাদের একচুল জড়তা।
তোমরা শিখালে লেগে থাকলে জয় করা যায় সকল বেদনা।
তোমাদের লড়াইয়ের গল্প গুলো এখন সকলেরই জানা।
নানা রকমের বিলাসিতায়, রঙ্গিন ফিতায় আটকে যেওনা,
তোমাদের এত তাড়াতাড়ি হারিয়ে যেতে নেই মানা।
তোমাদের জয়ে চোখে এসেছে বারে বারে জল,
সেই জলই হয়েছে আমাদের এগিয়ে যাবার বল।
শত সহশ্র ভাইয়েরা রাজপথে দিয়েছে অভিবাদন তোমাদের
ট্রফি হাতে ছাদখোলা বাসে উদযাপন করেছ বিজয়ের।
তোমরা নারী, তোমরা জয়িতা, তোমরা বীরকন্যা,
তোমরা বাংলাদেশের মানুষের ভালবাসায় ধন্যা।
আজকের দিনে তোমাদের জন্য আমাদের ভালবাসা
তোমরা জাগিয়েছ আমাদের মনে মধুর আশা ভরসা।
তোমাদের জন্য রইল এক সাগর ভালবাসা।

তোমরাই ভালবাসা।

লেখকঃ জেবউননেছা, প্রাবন্ধিক এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক,প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক,লোকপ্রশাসন বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৮:২১:২৬   ৬০৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ