একশ’ কোটি ডলার রেমিট্যান্স এলো পনের দিনে!!

Home Page » অর্থ ও বানিজ্য » একশ’ কোটি ডলার রেমিট্যান্স এলো পনের দিনে!!
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২



প্রতীকি ছবি-আমেরিকান ডলার

বঙ্গ-নিউজ: চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার। আশা করা হচ্ছে, এ মাসেও ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে প্রবাসী আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ, গত জুলাই ও আগস্ট মাসেও ২০০ কোটির বেশি ডলারের পাঠিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। চলতি মাসেও প্রবাসী আয় ২ বিলিয়ন ডলারের আশা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা) ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

যদিও চলতি মাসের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে কিছুটা কমেছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম আটদিনে এসেছিল ৫৯ কোটি ৫৯ লাখ ডলার। সেই তুলনায় দ্বিতীয় সপ্তাহে ১১ কোটি ডলার কম এসেছে রেমিট্যান্স।

চলতি অর্থবছরের প্রথম দুই মাস টানা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এরমধ্যে জুলাই মাসে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং আগস্টে এসেছিল ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। চলতি সেপ্টেম্বর মাসেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জুন মাসে এসেছে ‍১৮৩ কোটি ৭২ লাখ ডলার। তার আগের মে মাসেও ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে এপ্রিল মাসে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল রেমিট্যান্স। ওই মাসে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৯৫ লাখ ডলার।

সংশ্লিষ্টরা জানান, এখন বিদেশ থেকে যে কোনো পরিমাণে রেমিট্যান্স পাঠাতে কোনো কাগজপত্রের ঝামেলা নেই। সরকার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। আর গত সপ্তাহ থেকে প্রবাসী আয়ে প্রতি ডলারের জন্য ১০৮ টাকা দাম দিচ্ছে দেশের ব্যাংকগুলো।

বাংলাদেশ সময়: ২০:৩৮:০২   ৩৫১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ