সন্তান নিয়ে পুলিশ কর্মকর্তারা দুর্ভাবনায়

Home Page » এক্সক্লুসিভ » সন্তান নিয়ে পুলিশ কর্মকর্তারা দুর্ভাবনায়
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৩



top_9602013-08-22_1377173857_40.jpgবঙ্গ-নিউজ ডটকম: সন্তানদের নিয়ে দুর্ভাবনায় আছেন পুলিশ কর্মকর্তারা।বিশেষ করে গত সপ্তাহে পুলিশ কর্মকর্তা সস্ত্রীক নিহত হওয়ার পর এই দুর্ভাবনা তাদের মধ্যে জেঁকে বসেছে।

সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সঙ্গে মিশছে, কি খাচ্ছে প্রায় সকল বিষয় নিয়েই দুর্ভাবনায় পড়েছেন তারা।

গত ১৬ আগস্ট শুক্রবার মাদকাসক্ত সন্তান ঐশীর হাতে সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান (৪৯) খুন হন। পরের দিন ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে পুলিশের কাছে দেওয়া তার স্বীকারোক্তিতে মাদক নিতে বাধা দেওয়ায় নিজ বাবা-মাকে খুন করার ঘটনার বর্ণনা দেয়।

নিজ সন্তানের হাতেই খুন হওয়ার ঘটনাটি পুলিশ কর্মকর্তাদের বেশ ভাবনায় ফেলে দিয়েছে।সন্তান নিয়ে দুর্ভাবনায় পুলিশ কর্মকর্তারা

হত্যার এই চাঞ্চল্যকর ঘটনাটির পর পুলিশ কর্মকর্তারা নিজ ঘরেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে শীর্ষ নিউজকে জানান, নিজ সন্তানের হাতে সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনাটি পুলিশ সদস্যদের বেশ ভাবনায় ফেলে দিয়েছে।

সারাজীবন সন্ত্রাসী-অপরাধী ও মাদক ব্যবসায়ীদের পেছনে ছুটে ছুটতে কখন যে নিজ সন্তানই মাদকাসক্ত হয়ে পড়েছে কিংবা সন্ত্রাসী হয়ে উঠছে তা জানা সম্ভব হয় না। সন্তানের সকল অনৈতিক আবদার মেটানো ও তাকে সঠিকভাবে দেখাশোনা না করতে পারায় এমন অবস্থা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হত্যার পর আমাদের অনেক আত্মীয়-স্বজন ফোন করে সন্তানদের খবর নিচ্ছেন। তাদের বিভিন্ন রকম প্রশ্ন ও ইঙ্গিতপূর্ণ কথাবার্তায় প্রায়ই বিব্রত হতে হচ্ছে।

তিনি আরো বলেন, শুধু আমার ক্ষেত্রেই নয়, সারাদেশের পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটছে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের পর তার স্ত্রী সন্তানদের প্রতি বিশেষ নজর রাখছেন। গত ৬ দিন ধরে সন্তানদেরকে কঠোর শাসনের মধ্যে রেখেছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্যভাবে উত্তর দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মুখার্জি। তিনি জানান, সন্তানের হাতে পুলিশ কর্মকর্তা খুনের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা ঘটার বিষয়টি অস্বাভাবিক নয়।

তিনি বলেন, যেকোনো পেশাজীবীর সন্তানই বখাটে হতে পারে। কেবল পুলিশের সন্তানই বখাটে হবে এমন কোনো কথা নেই। সন্তানের দেখভাল করা প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে তা খেয়াল করা উচিত। লক্ষ্য রাখতে হবে, সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসা যেন মাত্রাতিরিক্ত না হয়ে পড়ে। বাবা-মায়ের অন্ধ ভালোবাসাই সন্তানকে বখাটে হতে সহায়তা করে।

উল্লেখ্য, গত সপ্তাহে পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশের দাবি, নিহত দম্পতির মেয়ে ঐশী স্বীকার করেছে মাদক নিতে বাসার বাইরে যেতে বাধা দেওয়ায় সে তার বাবা-মাকে হত্যা করে।

পুলিশ আরো দাবি করে, ঐশী ৫ ধরনের মাদকে অভ্যস্ত ছিল।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৫   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ