মা’কে নিয়ে প্রফেসর নেছার ইউ আহমেদ এর বাস্তব কবিতা ‘অস্থির অনুভুতি’

Home Page » সাহিত্য » মা’কে নিয়ে প্রফেসর নেছার ইউ আহমেদ এর বাস্তব কবিতা ‘অস্থির অনুভুতি’
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২



মায়ের সঙ্গে   প্রফেসর নেছার ইউ আহমেদ

কত কিছু যে দেখি এই দুই নয়নে
যায় না সব বন্দী করা শব্দ চয়নে।
তবু কভু যে ভাবনা জাগে এই মনে
না সহ্যিতে পারি না কহিতে কারো সনে।
তুমি কি শুনবে সেই বেদনার কথা
বুঝো, কি যে হয় বুজিলে চোখের পাতা!
কত স্মৃতি জাগে, তা যেন আগলিয়ে রাখে
তবু জীবনের বাঁকে, কতোই না বাকি থাকে।
কখনো কখনো অলস বেলায়, মনের খেলায়
ফিরে ফিরে যাই, মধুর সেই দুরন্ত ছোট্ট বেলায়।
মায়ের আঁচলে আদরে মোচা, তপ্ত ঐ ঘাম
তখন তো বুঝিনি এতো, কতো যে তার দাম।
আজি সবেই অনুভবে, করে বুকে টলমল
সুপ্ত এতো বেদনার ভারে, ঝরে অশ্রু জল।
মোচাতে মায়ের বেদনা কেন যে পারি না
অশান্ত মন যখন তখন বুঝাতে পারি না।
ছেলে কোথায় কতো দুরে, মনে আসে ঘুরে ঘুরে
সকাল সন্ধ্যা রাতে, মা যে খোঁজে দুরে অন্তপুরে।
আমি যখন এলোমেলো হই, যে দিশেহারা
মা যে আমার আকাশ জুড়া উজ্জ্বল ধ্রুব তারা।

লেখকঃপ্রফেসর নেছার ইউ আহমেদ , প্রফেসর, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , আমেরিকা । 

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৯   ৪৯৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ