কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

Home Page » জাতীয় » কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৩



kader-siddiki-intro-1.jpgবঙ্গ-নিউজ ডটকম: বিএনপির সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “বিএনপি সত্যিকার অর্থে বিরোধীদলের দায়িত্ব পালন করতে পারেনি। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি যদি তাদের অতীত ভুল স্বীকার করে নিজেদের পরিবর্তনের কথা জনগনকে বোঝাতে সমর্থ না হয়, তাহলে কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারবে না।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দিগন্ত টেলিভিশন সম্প্রচারের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও সংহতি বন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি যোগ্য দল হলে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, আমার দেশ পত্রিকা বন্ধ হতো না।” বিএনপি ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ বলেও মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “সরকার যদি দিগন্ত টিভি খুলে দেয়, তাহলে আগামী নির্বাচনে হয়তো ১০টি সংসদীয় আসন বেশি পেতে পারে।” দিগন্ত টিভি বন্ধ করে দেওয়ার কারনে আওয়ামী লীগের ২০টি আসন কমেছে বলে উল্লেখ করেন তিনি। কাদের সিদ্দিকী দিগন্ত টেলিভিশনের কর্তা ব্যক্তিদের ‘ঈমান’ ঠিক নেই বলেও এসময় মন্তব্য করেন। “তারা জালিম সরকারের হাত-পা টিপছে টিভি চ্যানেল খুলে দিতে। অথচ তারা রাজপথে যায়নি কিংবা আইনি লড়াই করেনি,” যোগ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “শাহবাগ থেকে আমাকে নব্য রাজাকার উপাধি দেওয়া হয়েছে। আজ সেই শাহবাগ আল্লাহর গজবে উড়ে গেছে। সরকার তাদের বিরানী খাইয়ে মাসের পর মাস সেখানে অবস্থান করিয়েছে।” মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের এক রাতও থাকতে দেয়নি বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, “তাদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। দিগন্ত থাকলে আমরা তা দেখতে পারতাম।” রাতের অন্ধকারে বাতি নিভিয়ে হেফাজত কর্মীদের হত্যা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবরে বাতি জ্বলবে না বলেও মন্তব্য করেন স্বাধীনতা যুদ্ধে বীরউত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। বড় ভাই লতিফ সিদ্দীকি তাকে ‘আজকের রাজাকার’ বলে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, “আমার বড় ভাই আমাকে আজকের রাজাকার বলে জাতির পিতার চেয়ে বেশি সম্মান দিয়েছেন। তাই তাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আজকের রাজাকার হতে চাই।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, কল্যাণ পার্টির সভাপতি ইব্রাহীম বীরপ্রতিক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল হাই শিকদার, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক নেতা আবদুস শহিদ, ইলিয়াস খান বাকের হোসাইন, দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহবুবে আলম, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন।

বাংলাদেশ সময়: ১৯:০১:২৯   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ