প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারত যাচ্ছেন। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামীকাল (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মহামারি করোনাকাল পেরিয়ে দীর্ঘ তিন বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দুই দেশ। সফরে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক- তিন দিক থেকেই অগ্রগতির আশা করছে কূটনৈতিক মহল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রেলের আধুনিকায়ন, কুশিয়ারা নদীর পানি ইস্যুসহ অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার অপেক্ষায় রয়েছে দুই দেশ। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এসব এমওইউতে চূড়ান্ত স্বাক্ষর হবে। এছাড়া ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ হিসেবে দুই দেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) সই করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কিছু অনিষ্পন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা অর্জন করা যাবে প্রধানমন্ত্রীর এ সফরে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও এগিয়ে নিতে গৃহীত হবে নতুন নতুন উদ্যোগ।

জানা গেছে, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর রাজঘাটে গান্ধীর সমাধিতে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। পরে হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক হবে । বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতের সরকার বা নীতিনির্ধারকরাও আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন শেখ হাসিনার এ সফরের দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, দুই দেশের মধ্যে সম্প্রতি বেশ ঘন ঘন বৈঠক হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে বলে বিশ্বাস করি আমরা। কেননা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে দুই দেশের সম্পর্ক।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৪৫   ২৮৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ