অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান

Home Page » জাতীয় » অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২



প্রতীকি ছবি-বোয়িং 747 বিমান

বঙ্গ-নিউজ:  অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ২৭৪ যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের দেড় ঘণ্টা পর মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় ফিরতে বাধ্য হয় দোহাগামী বিমানটি। গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার রাত পৌনে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইট। তবে উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভারতের আকাশে থাকা অবস্থায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় পৌনে ২ ঘণ্টার মাথায় ভারতের আকাশ থেকে বিমানটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিমানটির ফিরে আসার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে তারা। ত্রুটির ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুনেছি বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো ঝুঁকি না নিয়ে ঢাকায় ফিরে আসেন পাইলট।

ওই ফ্লাইটের যাত্রীদের একজন শেখ মোহাম্মদ সাজিদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। দোহা যাওয়ার পথে বিমানে সমস্যা দেখা দিলে ঢাকা ফিরে আসতে বাধ্য হই আমরা। আল্লাহর রহমতে রক্ষা পেল ২৭৪ জনের প্রাণ।

এদিকে ওই বিমানের যাত্রীদের রাতেই অন্য বিমানে দোহা নিয়ে যাওয়া হয়। বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে উড়ে যায়। রাত সোয়া ১টায় দোহা বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

এর আগে বুধবার (২০ আগস্ট) দিল্লি থেকে ঢাকায় আসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ত্রুটি দেখা দেয়। উড্ডয়নের আগমুহূর্তে বোয়িং-৭৩৭ ফ্লাইটটির হাইড্রোলিক পাইপে লিকেজ ধরা পড়ে। পরে ওই ফ্লাইটের ১৬২ যাত্রীকে দেশে আনতে আরেকটি বিমান দিল্লিতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১:০১:৫১   ২৩১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ