” অভিযান চালাবে মালয়েশিয়া, অবৈধ অভিবাসী ধরতে”

Home Page » প্রথমপাতা » ” অভিযান চালাবে মালয়েশিয়া, অবৈধ অভিবাসী ধরতে”
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৩



malaysia-sm20130828212614.jpgবঙ্গ-নিউজ ডটকম:অবৈধ অভিবাসীদের ধরতে বড় ধরনের অভিযান চালাবে মালয়েশিয়া। বুধবার দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বিষয়ে জাতীয় উদ্বেগ দেখা দেওয়ায় স্মরণকালের সবচেয়ে বড় এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশটির অভিবাসন দপ্তরের পরিচালক আলিয়াস আহমাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামী রোববার থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস এই অভিযান চলবে।

ধারণা করা হয়, ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দ্বীপ রাষ্ট্রটিতে প্রায় ৫ লাখ অবৈধ বিদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার নাগরিকরা রয়েছে।

আলিয়াস আহমেদ জানান, মালয়েশিয়ায় পাঁচ লাখের মতো অবৈধ অভিবাসী অবস্থান করছে। এদের বেশিরভাগই অপেক্ষাকৃত কম উন্নয়নশীল রাষ্ট্রগুলো থেকে আসা এবং বিশেষ করে প্রতিবেশি ইন্দোনেশিয়া থেকে।

দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টার জানায়, অভিবাসন দপ্তর পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনীর এক লাখ ৩৫ হাজার সদস্য কাজ করবেন।

বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃত শান্ত রাষ্ট্রটিতে সম্প্রতি অপরাধের মাত্রা খানিকটা বেড়ে গেছে। এর মধ্যে কয়েক ডজন গুলিবিনিময় ও হতাহতের ঘটনাও রেকর্ড হয়েছে। এ জন্য অবশ্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে থাকে প্রশাসন।

অপরাধের ক্ষেত্রে অভিবাসীদের প্রধান ভূমিকায় না দেখা গেলেও বিপুল সংখ্যক বৈধ কাগজপত্রহীন শ্রমিকের উপস্থিতি দেশটির নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

আলিয়াস বলেন, দুই বছর আগে এই শ্রমিকদের ক্ষমা করে বৈধ কাগজপত্র করার সুযোগ দেওয়া হলেও তারা সে সুযোগ গ্রহণ করেননি। তাই কর্তৃপক্ষ তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:৪৯   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ