বন্ধু তা - শারমিন সুলতানা সুরভি

Home Page » সাহিত্য » বন্ধু তা - শারমিন সুলতানা সুরভি
রবিবার, ৭ আগস্ট ২০২২



বন্ধু তা -
চল হই একসাথে হেসে খেলে থাকি মিলে মিশে।
চল দুঃখ ভুলি উড়াই সুখের ঘুড়ি।
রক্তিম সূর্যাস্তের রং এ রং মাখি।
বলি না বলা যত মনের কথা।
সুরে সুরে সুর মিলাই, মোরা চিরচেনা।
নেই কোন মানা কোন শাসন বারন,
চলি একসাথে হাটি একপথে।
দূরত্ব যদি বাড়ে,
যদি হয় অমিল মনের সাথে।
ভাঙ্গি নিরবতা জানব কি আছে মনে?
যদি মন হয় উদাসীন উড়াব রঙিন ফানুস।
চল হই চিরচেনা, বুঝে নেই মনের কথা।
চল পাহাড় ঘুরি মেঘ ছুয়ে যাই।
চল সমুদ্রের নোনা জল আর আকশের নীলে হারাই ।
হই চিরচেনা।
বন্ধু তোরা আপন, চলি একসাথে গড়ি কিছু স্মৃতি,
করি মাতামাতি।
চল সুর তুলি গাই একসাথে।
নাই রক্তের বাধন তবু লাগে আপন।
বলা যায় সব কথা, লাগে চিরচেনা।
বন্ধু ওগো বন্ধু তোরা ।

বন্ধু তা

বাংলাদেশ সময়: ১৯:০০:১৮   ৭৩৬ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ