স্বপ্নের পদ্মা সেতু, এক মাসেই টোল আদায় ৭৬ কোটি টাকা !

Home Page » অর্থ ও বানিজ্য » স্বপ্নের পদ্মা সেতু, এক মাসেই টোল আদায় ৭৬ কোটি টাকা !
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২



পদ্মাসেতুর টোল আদায় স্পট

বঙ্গ-নিউজ: পদ্মাসেতু উদ্বোধনের এক মাস হলো। স্বপ্নের প্রতীক এই সেতু ইতিমধ্যেই বিষ্ময়কর ভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছে।  গত ২৫ জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিনই বহুল আকাঙ্ক্ষিত এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সে হিসেবে আজ এর এক মাস পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা, সেতুটির ওপর দিয়ে চলাচল করেছে ৬ লাখ ১৬ হাজার ৬৫৩টি যানবাহন।

ফাইল ছবি- পদ্মা সেতু

সংশ্লিষ্টরা বলছেন, যত সময় গড়াবে পদ্মা সেতু দিয়ে যান চলাচল আরও বাড়বে। সেক্ষেত্রে বাড়বে টোলের পরিমাণও। গত এক মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, শুরুর দিন থেকে ধীরে ধীরে বেড়েছে যানবাহন। তাছাড়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থগিত রাখা হয়েছে মোটরসাইকেল চলাচল। সেটা চালু করা হলে টোলের পরিমাণ অনেকে বেড়ে যাবে।

প্রথম বছরে পদ্মা সেতু থেকে টোল আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৩০ কোটি টাকা। বর্তমানে যে হারে টোল আদায় হচ্ছে, তাতে এক বছরে টোলের পরিমাণ দাঁড়াবে ৯০০ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি বছরের শেষদিকে আয় আরও বাড়ার কথা। যাত্রীবাহী বাস ও ট্রাকের সংখ্যা দিন দিন বাড়ছে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:২৩   ৩৮৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ