মধ্যনগরে দোকানে ভাঙ্গচুরের অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে দোকানে ভাঙ্গচুরের অভিযোগ
শনিবার, ২ জুলাই ২০২২



মধ্যনগরে দোকানে ভাঙ্গচুরের অভিযোগস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর  ইউনিয়নের কার্তিক গ্রামের এক নিরীহ মুদি দোকানদারের দোকানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙ্গচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ জুলাই)  সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর  ইউনিয়নের কার্তিকপুর গ্রামের আলী আকবরের ছেলে  মুদি দোকানদার ইমান আলীর (৩২) সাথে  জমি সংক্রান্ত বিরোধের শত্রুতা জের ধরে একই গ্রামের আনছর খার ছেলে আরফান আলী (৩৭),ছানু খার ছেলে আরমান খা (২৮),গফুর খার ছেলে সেলিম খা (৩২)  দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ও আসবাবপত্র  ভাঙ্গচুর করেছে। এই সময় তার ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মুদি দোকানদার ইমান আলীর উপর এলোপাতাড়িভাবে আঘাত করে আহত করে হামলাকারীরা।

পরে হামলাকারীদের মধ্যে ৪ জনকে আসামি করে মধ্যনগর থানায় একটি অভিযোগ দায়ের করে ইমান আলী।

দোকানে থাকা প্রত্যক্ষ দর্শীরা জানায়,আমরা কয়েকজন ইমান আলীর দোকানে বসে আমরা  চা খাচ্ছিলাম।হঠাৎ করে ৪-৫ লোক  ইমান আলীর দোকানে প্রবেশ করে দোকানের মালামাল ও আসবাবপত্র   ভাঙ্গচুর করে। আমরা হামলা থামাতে গেলে আমাদের অস্ত্র দিয়ে হুমকি দেয় তারা (হামলাকারীরা) ।

মুদি দোকানদার ইমান আলী বলেন, আমার দোকানের চারপাশে হামলাকারী  আরফান আলী,  আরমান খা, সেলিম খার  জায়গা রয়েছে।আমার দোকানের জায়গাটুকু তারা জোরপূর্বকভাবে দখল করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল।আমি জায়গা ছেড়ে না দেওয়াতে এই সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে।আমার ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও আমার উপর হামলা চালিয়েছে।

মধ্যনগর থানার  ওসি জাহিদুল হক বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৭   ৭৯৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ