“বিএনপির পুরো গোষ্ঠীসুদ্ধ দুর্নীতিবাজ : প্রধানমন্ত্রী”

Home Page » জাতীয় » “বিএনপির পুরো গোষ্ঠীসুদ্ধ দুর্নীতিবাজ : প্রধানমন্ত্রী”
সোমবার, ২৬ আগস্ট ২০১৩



image_41818_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা কাজ করি নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়, জনগণের ভাগ্য গড়তে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করতে। তাও আবার একা দূর্নীতি করেন না, পুরো গোষ্ঠীসুদ্ধ দূর্নীতি করেন।”

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানন্ত্রী বলেন, “জেলা ভিত্তিক চাহিদা অনুযায়ী, জেলা ভিত্তিক উন্নয়ন করা হবে। কেন্দ্রের কাছে শুধু বাজেট পরিকল্পনা, অর্থায়ন ও মনিটরিং এর ব্যবস্থা থাকবে। বাকি সব কাজ স্তরে স্তরে ভাগ করে দেব।”

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যতে জেলা পরিষদের অধীনে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দায়িত্ব দেয়া হবে। এখন ডিজিটাল যুগ ঘরে বসে সব মনিটরিং করা যায়।”

দেশের উন্নয়নকে তরান্বিত করতে ক্ষমতার এ বিকেন্দ্রীকরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা রাজনৈতিক উন্নয়ন নয়, বরং সুষম উন্নয়নে বিশ্বাসী। আমরা হিসেব করেছি কোন কোন জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেখানে আগামীতে বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু সরকারি নয় বেসরকারি ভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “নির্বাচন হবে সংবিধান মোতাবেক।ইতোমধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে।বিএনপি এখন আবার বলছে তারা আমার অধীনে, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না। আমার প্রশ্ন দেশের মানুষকে আর কত কষ্ট দিবেন। নির্বাচন নিয়ে আমাদের কোন দুর্বলতা নেই। আমরা ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্নের অনেক প্রমাণ দিয়েছি। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।’’

নির্বাচন নিয়ে সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আমি আলোচনার প্রস্তাব দিয়েছি। তখন তিনি এর জবাবে ৪ মে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলেন। ৪৮ ঘন্টা পর নাকি আমরা পালানোর পথ খুঁজে পাব না। এরপর সবাই তাদের হত্যা, নৈরাজ্য দেখেছেন।”

এ সময় তিনি হেফাজত-জামায়াতের তাণ্ডবের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিরোধী দলের নেতার ভিন্ন ভাবে দেশ চালানোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন,

“আগামী দিনে আমাদের পরিকল্পনা আপনাদের বলা দরকার তাই বলছি। বিরোধী দলীয় নেতার মতো বলব না ভিন্নভাবে দেশ চালাব।”

তিনি বলেন, “আসলে তিনি ভিন্নভাবে দেশ চালানোর নামে দেশকে দূর্নীতির আখড়া বানাবেন। হাওয়া ভবন খুলে ভিন্ন নামে ভিন্ন ভাবে দূর্নীতি করবেন। আগে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু মরি নাই। এখন আবার ভিন্নভাবে গ্রেনেড হামলা করবেন। এটাই তাদের ইচ্ছা। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবে না।”

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা পরমুখাপেক্ষী হবো না। পরের কাছে হাত পাতব না। পদ্মা সেতু আমরা শুরু করেছিলাম কিন্তু চক্রান্তের কারণে এটা বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা নিজেদের অর্থে কাজ শুরু করেছি।”

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৬ শতাংশ বাস্তবায়ন করেছি। ২১ হাজার ৫৬৯ কিলোমিটার রাস্তা, ৪ হাজার ৫০৭টি সেতু, ১৩ হাজার ৭৭১টি কালভার্ট তৈরি করেছি। ৮ হাজারের বেশি প্রায় ৯ হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদন
করেছি।”

এ সময় জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, লতিফ সিদ্দিকী, মতিয়া চৌধুরী, নূহ-উল আলম লেনিন, কাজী জাফরউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৩   ৪৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ