ড. ইউনূস রাষ্ট্রদ্রোহী, বিচার হওয়া উচিত: লতিফ সিদ্দিকী

Home Page » জাতীয় » ড. ইউনূস রাষ্ট্রদ্রোহী, বিচার হওয়া উচিত: লতিফ সিদ্দিকী
সোমবার, ২৬ আগস্ট ২০১৩



image_41791_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, নোবেল বিজয়ী ড. ইউনূস একজন রাষ্ট্রদ্রোহী। কারণ তিনি সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন। এর জন্য তার বিচার হওয়া উচিত।” সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নীলদল এ সেমিনারের আয়োজন করে। লতিফ সিদ্দিকী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে একটি ‘ভুল পদ্ধতি’ বলে মন্তব্য করেন। পাটমন্ত্রী বলেন, “সব যুদ্ধাপরাধীর বিচার এই সরকারের আমলেই সম্পন্ন করা হবে। আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা আবারো সরকার গঠন করবে।” ছাত্ররাজনীতি সম্পর্কে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, “কলুষিত ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনকে যেদিন থেকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরেছে, সেদিন থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।” বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “আজকের শিক্ষাব্যবস্থা কতটা নাজুক তা ৭৩ সালের ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন অধ্যাদেশ এবং ২০০৫ সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করলেই পরিষ্কার বোঝা যাবে। জঙ্গিবাদ, মৌলবাদ আমাদের আলোকিত শিক্ষাব্যবস্থাকে অন্ধকারে নিমজ্জিত করছে। বর্তমানের একাত্তরের চেয়ে বেশি নব্য রাজাকার জন্ম নিয়েছে, যারা এদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে।” সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো‏হাম্মদ সেলিম। এ ছাড়াও সেমিনারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম. মনিরুজ্জামান, নীলদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫১   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ