চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জনগণ: ফখরুল

Home Page » জাতীয় » চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জনগণ: ফখরুল
সোমবার, ২৬ আগস্ট ২০১৩



image_41778_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের জনগণ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ভোট নিয়ে তাদের মনে আশঙ্কা। তারা আমাদেরকাছে জানতে চান, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব কি না। আমরা পরিষ্কার করে বলে দিয়েছি, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনের নির্বাচনে অংশ নেব না।”

সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা পশ্চিম বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী।

ফখরুল বলেন, “পাঁচটি সিটি নির্বাচনে আওয়ামী লীগ বুঝে গেছেন, এ দেশের মানুষ তাদের সঙ্গে নেই। ভোট হলে তাদের ভরাডুবি হবে—এটা বুঝেই ক্ষমতা ধরে রাখতে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করতে চাচ্ছেন না তারা।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থানে থেকে দেশ গড়ার কাজ করছে, বিএনপি এটা বিশ্বাস করে। কোনো বিভক্তিতে নয়, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। কিন্তু এ সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চেষ্টা করছে।”

সংখ্যালঘুদের ওপর হামলা ও জঙ্গিবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যখন আমরা সরকারের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ জানাই, তখন আমরা হয়ে যাই জঙ্গিবাদের দল। দেশের মানুষ কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না।”

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “পদ্মা সেতু দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী দেশপ্রেমিকের খেতাব দিয়েছেন। সে কারণে দুষ্টু লোকেরা বলেন, পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের যোগসাজেশ রয়েছে। তবে এটা এখনো প্রমাণিত হয়নি। কানাডায় এ বিষয়ে একটি মামলা চলছে, মামলার রায় হলেই আমরা বিষয়টি জানতে পারবো।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের দুর্নীতির কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়েছে। তারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে।”

বাংলাদেশ সময়: ১৯:৩৬:১০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ