সাকিবকে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য খুঁজতে বলছেন

Home Page » ক্রিকেট » সাকিবকে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য খুঁজতে বলছেন
রবিবার, ১৯ জুন ২০২২



ফাইল ছবি সাকিব আল হাসান

বঙ্গনিউজ খেলার খবর : কেমার রোচ, ওয়েস্ট ইন্ডিজের বাকি খেলোয়াড়দের উল্লাসটাই আসলে বলে দিচ্ছিল সব। উইকেটটি যে সাকিব আল হাসানের! দ্বিতীয় নতুন বলে রোচের ওপর চড়াও হতে গিয়ে ভুলটা করে ফেলেন বাংলাদেশ দলের অধিনায়ক, শর্ট এক্সট্রা কাভারে ধরা পড়েন প্রতিপক্ষ দলের অধিনায়ক ক্রেগ ব্রাফেটের হাতে। নুরুল হাসানের সঙ্গে বাংলাদেশের লড়াকু জুটি শেষ হয় তাতেই। লড়াই করার মতো লিডের আশারও শেষ ছিল সেটি। এতক্ষণ ধরে ওয়েস্ট ইন্ডিজকে হতাশা উপহার দেওয়া সাকিব নিজেই যে হতাশায় ডুবলেন, সেটা সাকিবের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের দলের ‘সেরা’ ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক সাকিবের নামটিই বলতে হবে। দুই ইনিংসেই অর্ধশতক পেয়েছেন। প্রথম ইনিংসে দলকে ১০০ পার করার পর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখার অন্যতম কৃতিত্বও তাঁর। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাঁর অধিনায়কের কাছ থেকে চাইছেন আরও বেশি কিছুই। বলছেন, আক্রমণ ও রক্ষণের মধ্যের ভারসাম্যটা খুঁজে বের করতে হবে সাকিবকে।
প্রথম ইনিংসে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন সাকিব। অবশ্য দলের তখন যা অবস্থা, তাতে অমন শটের খুব একটা বিকল্প তাঁর কাছে থাকার কথা নয়ও। তিনি যে আউট হয়েছিলেন নবম ব্যাটসম্যান হিসেবে। তবে দ্বিতীয় ইনিংসে আক্রমণ করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন সাকিব। এমনিতে শারীরিক দিক দিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন বলে মনে হয়নি, হয়তো শরীর থেকে দূরে শট খেলার সেটিও একটি কারণ।

তবে ডমিঙ্গো বলছেন, শট নির্বাচনের ব্যাপারে সাকিবকে আরেকটু সতর্ক হতে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘দেখুন, সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক।
সাকিবের কাছে কোচের চাওয়া মূলত আরও বেশি রান, ‘সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’ তবে বড় ইনিংস খেলার দায়িত্ব যে শুধু সাকিবের একার নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন ডমিঙ্গো, ‘দলের সেরা ছয় ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে হবে।’

এ নিয়ে টানা তৃতীয় ইনিংসে অর্ধশতক করলেন সাকিব। তবে ৫টি শতকের সর্বশেষটি সাকিব পেয়েছেন ৫ বছরেরও বেশি সময় আগে, ২০১৭ সালের মার্চে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিবের এটি পঞ্চম অর্ধশতক। তবে এর কোনোটিতেই সাকিব ৬৮ রানের বেশি করতে পারেননি।

বড় ইনিংস খেলতে গেলে সাকিবকে কী করতে হবে, সেটিও বলেছেন ডমিঙ্গো, ‘তাকে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যটা খুঁজে বের করতে হবে। মাঝে মাঝে প্রতি-আক্রমণ করতে হবে। কিন্তু তাকে মারার সময় মাথার অবস্থান, শরীরের অবস্থান ঠিক রাখতে হবে। কারন সে একজন সামর্থ্যবান ব্যাটসম্যান, যেটা সে আজ দেখিয়েছে।’

ব্যাটসম্যান সাকিবের কাছে এমন চাওয়া থাকলেও অধিনায়ক সাকিবকে নিয়ে বেশ ‘খুশি’ই মনে হয়েছে ডমিঙ্গোকে, ‘সে অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ অধিনায়ক। এর আগে অনেক অধিনায়কত্ব করেছে। স্মার্ট… আমি তাকে অল্প সময়ের জন্য অধিনায়ক হিসেবে পেয়েছিলাম এর আগে, সাকিব সব সময়ই পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেবে। সে ব্যাটে-বলে অন্যতম সেরা পারফর্মার, অধিনায়কত্ব ও নেতৃত্বের দিক দিয়ে তার অনেক কিছু দেওয়ার আছে।’

বাংলাদেশ সময়: ১০:০৪:০০   ৪৫৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ