লড়াইয়ে নামছে ভারত সিরিজে টিকে থাকার জন্য

Home Page » ক্রিকেট » লড়াইয়ে নামছে ভারত সিরিজে টিকে থাকার জন্য
বুধবার, ১৫ জুন ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজ খেলার খবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ১৫তম আসরের পারফর্মারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড সাজিয়েছে ভারত। সেই স্কোয়াড এখন পর্যন্ত ভালো ফল বয়ে আনতে পারেনি। ছোট ফরম্যাটের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে ভারত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহদের মতো তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েও ৭ উইকেটের ব্যবধানে হেরেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিছুটা আশা জাগিয়েও ভাগ্য পরিবর্তন করতে পারেনি ভারত। এই ফরম্যাটের প্রথম আসরের শিরোপাধারীদের বুড়ো আঙুল দেখিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কুড়ি ওভারের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিশাখাপত্তমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। যেখানে হারলেই সিরিজ খোয়াতে হবে স্বাগতিকদের।
প্রথম দুই ম্যাচে ব্যাটে হাতে দারুণ পারফর্ম করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ডেভিড মিলার, রসি ব্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াসদের পর দ্বিতীয় ম্যাচে টর্নেডো ইনিংস খেলে দলকে জয় এনে দেন হেনরিখ ক্লাসেন। টানা দুই ম্যাচে আধিপত্য দেখিয়ে স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে আছে সফরকারী দল। উইনিংস কম্বিনেশন ধরে রাখতে তৃতীয় টি-টোয়েন্টিতে তাই একাদশে কোনো পরিবর্তন আনতে চাইবে না টেম্বা বাভুমারা।
প্রথম টি-টোয়েন্টিতে অসহায় ছিলেন ভারতের বোলাররা। রান খরচায় উদারতা দেখিয়েছেন ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেলরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক বোলিং লাইন। এরপরও তরুণ গতি তারকা উমরান মালিকের অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ভারতের ব্যাটিং লাইনে রদবদলের তেমন কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ৯:১৮:৪২   ৪১০ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ