ভারত ফের জয়বঞ্চিত

Home Page » ক্রিকেট » ভারত ফের জয়বঞ্চিত
সোমবার, ১৩ জুন ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজ খেলার খবর : বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো করতে পারেনি ভারত। প্রথম ম্যাচে হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সুখবর নেই পন্তের দলের জন্য। এই যাত্রায় হেনরিখ ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবে এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
ওড়িষ্যার বড়বাটি স্টেডিয়ামে মূলত নিজেদের ইনিংসের পরই পরাজয়ের মঞ্চ তৈরি হয়েছিল ভারতের জন্য। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা সে লক্ষ্যে পৌঁছে গেছে ১০ বল হাতে রেখেই। কুড়ি ওভারের তৃতীয় ম্যাচে আগামীকাল এই দুই দল একে অন্যের মোকাবেলা করবে।
টি-টোয়েন্টির এই যুগে ১৪৯ রানের লক্ষ্যমাত্রা তেমন কিছু নয়। এরপরও জবাব দিতে নেমে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৯ রানেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মুখে পড়ে যায় সফরকারীরা। রেজা হেনরিকস, ডোয়াইন প্রিটোরিয়াস, রসি ভ্যান ডার ডুসেনদের আসা যাওয়ার মিছিলের বিপরীতে এক প্রান্তে আগলে রাখেন টেম্বা বাভুমা।

চতুর্থ উইকেটে ক্লাসেনের সাথে ৬৪ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যান বাভুমা। ব্যক্তিগত ৩৫ রানে ইয়ুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হন অধিনায়ক। ফিরে যাওয়ার আগে ৮১ রানের ইনিংস খেলেন ক্লাসেন। ৪৬ বলে ৭ চার এবং ৫ ছয় হাঁকান এই ডানহাতি ব্যাটার। ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মিলার।
এর আগে ভারতের শুরুটাও ভালো হয়নি। ৩ রানেই গায়কোয়াদকে হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে সে ধাক্কা সামাল দেন ইষাণ কিষাণ ও শ্রেয়াশ আয়ার। কিষাণ নর্টজের বলে ডুসেনের হাতে ক্যাচ দিলে ভাঙে ৪৫ রানের জুটি। তার আগে ৩৪ রান করেন কিষাণ।

পন্ত, হার্দিক পান্ডিয়ারা দলের বিপদের দিনে হাল ধরতে ব্যর্থ হন। ৩৫ বলে ৪০ রান করে প্রিটোরিয়াসের শিকার হন আয়ার। শেষদিকে দিনেশ কার্তিকের ছোট ঝড়ে সম্মানজনক পুঁজি পায় ভারত। কার্তিক ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৩২   ৪৩২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ