বাবর আজমের অবৈধ কাণ্ডে জরিমানা

Home Page » ক্রিকেট » বাবর আজমের অবৈধ কাণ্ডে জরিমানা
রবিবার, ১২ জুন ২০২২



ফাইল ছবি বাবর আজম

বঙ্গনিউজ খেলার খবর : বাবর আজম কি ফিল্ডিংয়ের নিয়ম ভুলে গিয়েছিলেন?

প্রশ্নটা পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’–এর। ভুল কিছু না। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু দ্বিতীয় ওয়ানডেতে অবৈধ ফিল্ডিংয়ের জন্য জরিমানা গুনতে হয় পাকিস্তান দলকে। ৫ রান পেনাল্টি দিতে হয়।
২৭৫ রানের লক্ষ্যে ১২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ইনিংসে ২৯তম ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে। আলজারি জোসেপকে বল করছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। শর্ট স্কয়ার লেগে দাঁড়িয়ে ছিলেন বাবর। স্টাম্প বরাবর থ্রো ধরতে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের একটি গ্লাভস পরে ফিল্ডিং করেন পাকিস্তান অধিনায়ক। ডান হাতে গ্লাভস পরে বলটি ধরেন তিনি। নিয়ম ভেঙে এভাবে ফিল্ডিং করায় মাঠের আম্পায়ার পাকিস্তানকে ৫ রান পেনাল্টি দেন এবং বাবরকে মৌখিকভাবে তিরস্কার করেন।
ক্রিকেটের নিয়মে ২৮.১ ধারায় বলা আছে, ‘উইকেটকিপার ছাড়া কোনো ফিল্ডার গ্লাভস কিংবা পায়ের গার্ড পরতে পারবেন না। হাত কিংবা আঙুলের প্রতিরক্ষার জন্য পরতে পারে, সে ক্ষেত্রে আম্পায়ারের অনুমতি লাগবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ কবে কোনো ফিল্ডার গ্লাভস পরে ফিল্ডিং পরে জরিমানা গুনেছেন, তা গবেষণার বিষয়। তবে ভারতের ক্রিকেট পরিসংখ্যানবিদ কৌস্তব গুদিপাতির দাবি, আন্তর্জাতিক ক্রিকেটে গ্লাভস পরে ফিল্ডিং করে ৫ রান জরিমানা দেওয়া প্রথম ক্রিকেটার বাবর আজম। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে অ্যান্ড্রু হল ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ২০১৮ সালে ম্যাট রেন শ–র কাছ থেকে এমন কিছু দেখার কথাও জানান তিনি।
তবে স্পষ্ট তথ্য–প্রমাণ না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাবরই এমন কিছু দেখিয়েছেন, তা জোর দিয়ে বলা যায় না।

তবে বাবর ৫ রান জরিমানা দিলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি পাকিস্তানের। অধিনায়ক নিজেও ৭৭ রানের ইনিংস খেলে একটি রেকর্ড গড়েন। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে টানা নয় ইনিংসে ন্যূনতম অর্ধশতক তুলে নিলেন বাবর।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা ইনিংসে ন্যূনতম অর্ধশতক তুলে নেওয়ার রেকর্ড এটি। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে টানা আট ইনিংসে ন্যূনতম অর্ধশতক তুলে নেওয়ার রেকর্ডটি ছিল বাবরেরই পূর্বসূরি জাভেদ মিয়াঁদাদের দখলে। তাঁর সব কটিই অবশ্য ওয়ানডে সংস্করণে।

বাংলাদেশ সময়: ১২:৫০:০৮   ৪৫৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ