ভিন্ন রকম প্রেম-শ্রুতি খান

Home Page » সাহিত্য » ভিন্ন রকম প্রেম-শ্রুতি খান
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২



 ভিন্ন রকম প্রেম

গুরুজনদের কথায় জেনেছি প্রেমের কারনেই সৃষ্টি হলো সকল প্রাণ

প্রেমের কারনেই নাকি প্রকৃতির প্রতি আমাদের অগাদ টান
এই জন্য সৃষ্টি হয় নতুন থেকে নতুন প্রাণের স্পন্দন
আর সৃষ্টি হয় কত নতুন ইতিহাস।

কত স্বপ্ন কত আবেগ অনুভূতি নীল বেদনা আকাঙ্ক্ষার রঙ্গিন হাতের আশায়
সময়ের থেকে সময়কে মালার মতন গাঁথুনী দিয়ে নদীর প্রবাহের মতন চলে
তবু প্রেম বেঁচে থাকে প্রাণের প্রতিটি কেন্দ্রবিন্দুতে
হাহাকার করে কাঁদে প্রেমের অভাবে।

এই প্রেম ভিন্ন ভাবেও মানুষ করতে জানে,
শত জনমের প্রেম জোগিয়েছে মাটির সাথে
ভাষার সাথে বেঁধেছে নিজেদের প্রেমের তারতম্য
জীবনের সাথে জীবনের হয় বোধগম্য
চলে যোদ্ধ রক্তাক্ত প্রান্তর স্বাধীনতার প্রেমে মরে
অন্যকে ভালোভাবে বাঁচাতে
আর নিজের ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ পৃথিবীতে রেখে যেতে
এমন প্রেম থেকেই ত্যাগের মহিমা আসে। জীবনের জন্য জীবন উৎসর্গ করে
মানবতার ফেরিওয়ালারা অন্যের জন্য মরে অন্যের জন্য বাঁচে
প্রেমের বাইরে কি বলি তাদের মানব প্রেম প্রাণী প্রেম বৃক্ষ প্রেম আর পরিবেশ প্রেম এমন কত প্রেমের কথা জানি
তবু আমরা প্রেমের জন্য বাঁচি।
প্রেমের ত্যাগে জয় হোক বিশ্ব জয় হোক স্বাধীনতার আর মানবতা।

ভিন্ন রকম প্রেম
শ্রুতি খান
গুরুজনদের কথায় জেনেছি প্রেমের কারনেই সৃষ্টি হলো সকল প্রাণ
প্রেমের কারনেই নাকি প্রকৃতির প্রতি আমাদের অগাদ টান
এই জন্য সৃষ্টি হয় নতুন থেকে নতুন প্রাণের স্পন্দন
আর সৃষ্টি হয় কত নতুন ইতিহাস।

কত স্বপ্ন কত আবেগ অনুভূতি নীল বেদনা আকাঙ্ক্ষার রঙ্গিন হাতের আশায়
সময়ের থেকে সময়কে মালার মতন গাঁথুনী দিয়ে নদীর প্রবাহের মতন চলে
তবু প্রেম বেঁচে থাকে প্রাণের প্রতিটি কেন্দ্রবিন্দুতে
হাহাকার করে কাঁদে প্রেমের অভাবে।

এই প্রেম ভিন্ন ভাবেও মানুষ করতে জানে,
শত জনমের প্রেম জোগিয়েছে মাটির সাথে
ভাষার সাথে বেঁধেছে নিজেদের প্রেমের তারতম্য
জীবনের সাথে জীবনের হয় বোধগম্য
চলে যোদ্ধ রক্তাক্ত প্রান্তর স্বাধীনতার প্রেমে মরে
অন্যকে ভালোভাবে বাঁচাতে
আর নিজের ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ পৃথিবীতে রেখে যেতে
এমন প্রেম থেকেই ত্যাগের মহিমা আসে। জীবনের জন্য জীবন উৎসর্গ করে
মানবতার ফেরিওয়ালারা অন্যের জন্য মরে অন্যের জন্য বাঁচে
প্রেমের বাইরে কি বলি তাদের মানব প্রেম প্রাণী প্রেম বৃক্ষ প্রেম আর পরিবেশ প্রেম এমন কত প্রেমের কথা জানি
তবু আমরা প্রেমের জন্য বাঁচি।
প্রেমের ত্যাগে জয় হোক বিশ্ব জয় হোক স্বাধীন

শ্রুতি খান

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৪   ৫৪৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ