পাকিস্তানি সেনারা যুদ্ধাপরাধ করেছে সরকার দায় চাপাচ্ছে জামায়াতের ওপর : ফখরুল

Home Page » জাতীয় » পাকিস্তানি সেনারা যুদ্ধাপরাধ করেছে সরকার দায় চাপাচ্ছে জামায়াতের ওপর : ফখরুল
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



top_41482013-08-25_1377428836.jpgবঙ্গ-নিউজ ডটকম:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “৭১ এ যুদ্ধাপরাধ করেছে পাকিস্তানি সেনারা।কিন্তু ৪২ বছর পর বর্তমান সরকার এর দায় চাপাচ্ছে জামায়াত নেতাদের ওপর। প্রকৃত অর্থে এটি কোনো অপরাধের বিচার নয়। এটি জামায়াত ও বিরোধী দলকে দমিয়ে নিশ্চিহ্ন করার  ষড়যন্ত্র।”

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ট্রাইব্যুালের বিচার স্বচ্ছ নয় দাবি করে মির্জা ফখরুল আরো বলেন, “আমরাও কেউ অপরাধ করে থাকলে তার বিচার হোক। কিন্তু সে বিচার হতে হবে নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বিশ্বব্যাপী অনেকেই এ বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।”

তিনি আরো বলেন, অতীতে বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টি ও জামায়াতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসঙ্গে আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়া তাদের দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আজ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার, তখন আওয়ালীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আয়োজন করছে। এমন সিদ্ধান্তে বাংলাদেশর মানুষ আজ হতাশ হয়েছে।

শুধু তাই নয় আন্তর্জাতিক মহল এমনকি জাতিসংঘ পর্যন্ত বলেছে তারা বাংলাদেশে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

কিন্তু বর্তমান আওয়ামী লীগ দেশের মানুষ ও আন্তর্জাতিক মহলের মতামতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় আবারো বলতে চাই বিএনপিসহ ১৮ দলীয় জোট কখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবে না। সাহস থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিন, সে নির্বাচনে আপনারা জামানত ফিরে পাবেন না।”

সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, থানা সভাপতি আনোয়ার হোসেন লাল, সহ-সভাপতি রোকন উদ্দিন ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম, চৌধুরী গোলাম সারোয়ার রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৮   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ