৮ কেজি সোনার বারসহ বিমানকর্মী আটক

Home Page » জাতীয় » ৮ কেজি সোনার বারসহ বিমানকর্মী আটক
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২



সোনার বারসহ আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল আজিজ আকন্দ; ছবি: সংগৃহীত

বঙ্গনিউজ:  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল আজিজ আকন্দ। তিনি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) প্যান্ট্রিম্যান।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে সোনার বারের চালান আসবে। বিএফসিসির প্যান্ট্রিম্যান আবদুল আজিজের মাধ্যমে সোনার বারের এই চালান বিমানবন্দর থেকে বের হবে। এ তথ্যের ভিত্তিতেই আমরা চালানটি ধরতে সক্ষম হই।’

বিমানবন্দরের উত্তর দিক লাগোয়া ভবনে বিএফসিসি অবস্থিত। সেখানে বিমানের খাবার রান্না করা হয়। বিএফসিসি থেকেই বিমানের ফ্লাইটে খাবার সরবরাহ করা হয়। বিএফসিসি থেকে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় প্রবেশ করা যায়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর বলেন, ‘গতকাল আমরা বেলা ১টার দিকে বিএফসিসিতে যাই। সেখানে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ি। আমাদের কোনোভাবেই সেখানে প্রবেশ করতে দিচ্ছিলেন না বিএফসিসির কর্মকর্তারা। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তা নেওয়া হয়। একই সঙ্গে বিএফসিসির দুই পাশের গেটে নজরদারি বাড়ানো হয়।’

ঢাকা কাস্টম হাউসের সানোয়ারুল কবীর বলেন, বিকেল তিনটার দিকে তাঁরা বিএফসিসির কর্মকর্তাদের সন্দেহভাজন এক বিমানকর্মীর কথা জানান। সন্দেহভাজন বিমানকর্মীর খোঁজ করেন। তখন তাঁদের জানানো হয়, ওই বিমানকর্মী শিফটের কাজ শেষে চলে গেছেন।

সানোয়ারুল কবীর বলেন, রাত আটটার দিকে বিএফসিসির পেন্ট্রিম্যান আবদুল আজিজের দেখা মেলে। তিনি অ্যাপ্রোন এলাকা থেকে বিএফসিসিতে প্রবেশ করতে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, আবদুল আজিজের শরীরে কালো টেপে মোড়ানো অবস্থায় সোনার বার পাওয়া যায়। তাঁর কাছে পাওয়া সোনার বারের ওজন প্রায় ৮ কেজি।

আবদুল আজিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, আগেও বিভিন্ন সময় বিএফসিসির কর্মী বা বিএফসিসির গাড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০৭   ৫৪২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ