আফগান মেয়েদের পড়াতে ইরানে প্রেরন !

Home Page » জাতীয় » আফগান মেয়েদের পড়াতে ইরানে প্রেরন !
রবিবার, ১৫ মে ২০২২



সংগৃহীত ছবি- আফগান মেয়েদেরকে ইরান যেতে হচ্ছে পড়ার জন্য

বঙ্গ-নিউজ: তালেবান সরকার মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ ঘোষণার পর থেকে দেশত্যাগ করছে বহু আফগান পরিবার। সন্তানের লেখাপড়া নিয়ে তারা বেশ উদ্ধিগ্ন। ভবিষ্যতের কথা চিন্তা করে যেসব আফগান পরিবার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে, তাদের অধিকাংশই যাচ্ছে ইরানে। মিডলইস্ট মনিটর, এবিএনএ নিউজ।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতায় বসে তালেবান। প্রথমদিকে মেয়েদের মৌলিক অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রেক্ষিতে গত ২৩ মার্চ সারাদেশে মেয়েদের স্কুল খুলে দেওয়া হয়। কিন্তু ওই দিনই বিপরীত সিদ্ধান্ত নেয় তালেবান। ঘোষণা দেয়, মেয়েদের স্কুল আপাতত বন্ধ থাকবে। অনেকদিন হলেও এখনও মেয়েদের স্কুল খোলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি।

ওই দিন দেখা যায়, স্কুলের বাইরে নিযুক্ত তালেবান রক্ষীরা মেয়েদের স্কুলে প্রবেশে বাধা দিচ্ছে। এতে অনেককে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। বই হাতে নিয়ে তারা বাধ্য হয়ে বাড়ির পথে পা বাড়ায়। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের একজন শিক্ষক নিলোফার বলেন, ‘তালেবান মেয়েদের দিকে তাকিয়ে হুকুম দেয় বাড়ি যাও। যতটুকু অধ্যয়ন করেছ, ততটুকুই তোমাদের জন্য যথেষ্ট।’

তালেবানের কড়া পদক্ষেপের পর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের কয়েকটি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, সেখানে আফগান শরণার্থীদের মেয়েরা ভর্তি হচ্ছে। ভর্তি হওয়ার সংখ্যা গত ছয় সপ্তাহে বেড়েছে। বিশেষ করে অল্পবয়সী মেয়েরাই বেশি ভর্তি হচ্ছে।

এ রকম একটি স্কুলের একজন প্রিন্সিপাল বলেন, আফগান শরণার্থীদের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্য প্রকট। তবে শিক্ষার কারণে যদি পরিবারগুলো এখানে এসে থাকে তাহলে তাদের উদ্দেশ্য মহৎ।

মাশহাদের একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ জয়নাব সাজাদি বলছেন, গত গ্রীষ্মে তালেবানদের দখলের পর থেকে অনথিভুক্ত শিক্ষার্থীদের তালিকা বেড়েছে। আমরা শত শত নতুন শিক্ষার্থী পেয়েছি। আমাদের শ্রেণিকক্ষ এখন পরিপূর্ণ। পর্যাপ্ত চেয়ার নেই বলে অনেকে দাঁড়িয়ে ক্লাস করছে।

ওই অধ্যক্ষ বলেন, স্কুলটিতে দিনে তিনটি ভিন্ন শিফটে ক্লাস নেওয়া হয়। ৬০ শতাংশ শিক্ষার্থী আফগান মেয়ে। শিক্ষকরা স্বেচ্ছায় এবং অতিরিক্ত বেতন ছাড়াই তাদের অতিরিক্ত পাঠ দিচ্ছেন। তারা আমাদের স্কুলের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষার্থী। লেখাপড়ায় অত্যন্ত আগ্রহী।

বাংলাদেশ সময়: ২০:২০:৩৩   ৩৫০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ