বাংলাদেশর প্রতিনিধি দল মেঘালয়ে- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা

Home Page » ফিচার » বাংলাদেশর প্রতিনিধি দল মেঘালয়ে- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা
শুক্রবার, ১৩ মে ২০২২



 ছবি কালেক্টেড

বঙ্গনিউজঃ ভারতের মেঘালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে পালন করতে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারত সফর করছে। ছয় দিনব্যাপী সফরের দ্বিতীয় দিন ভারতীয় বিমানবাহিনী ও তৃতীয় দিন ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

মেঘালয়ে ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডার এয়ার মার্শাল ডি. কে পাটনায়েকের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান এয়ার মার্শাল এপি সিং।

এরপর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযুদ্ধকালীন ভারতীয় কর্মকান্ডের উপর ১০ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুন হাবিব। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও প্রতিনিধি দলের সবাইকে উপহার তুলে দেওয়া হয়।

সফরের তৃতীয় দিন আজ বুধবার সকালে প্রতিনিধি দল মেঘালয়ের লার্ড লেক এবং অমিয়াম লেক পরিদর্শন করেন। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ আয়োজিত অনুষ্ঠানে প্রতিনিধি দল অংশ নেন। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান মেঘালয় জোনের বিএসএফের আইজি ইন্দ্রজীত্ সিং রানা। পরে আলোচনা সভায় মুক্তিকালীন স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা হারুন হাবিব, মেজর জেনারেল (অব.) জি কে দাশ, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, সুজেত আলী, তারেকুজ্জামান, মো.আক্তারুজ্জামান, সেলিম রেজা, আবদুর সাত্তার,সাইফুজ্জামান, আবদুল কাদের, আবদুর সামাদ, মোশাররফ হোসেন, আমিনুল হক, প্রসন্ন সরকার, একেএম ফজলুল হক, শংকর কর্মকার, নুরুল আনোয়ার ভূইয়া,আকরাম আলী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু , মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আনিসুর রহমান, সাংবাদিক বিপ্লব দে পার্থ, তরুণ নেতৃত্ব সুমন কুন্ডু, আল মামুন, সাংবাদিক অনয় মুখার্জী, উত্তম দাশ কাব্যসহ অন্যরা।

সেখানে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশীদের প্রশিক্ষণ দেওয়া বিএসএফ সদস্য বিশি রায় বক্তব্য তুলে ধরেন। উভয় আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য দুই দেশকে এগিয়ে আসার আহ্বান তারা।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৫০   ৩৭৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ