সপরিবারে রাজাপাকসে এখন শ্রীলঙ্কার নৌ ঘাঁটিতে

Home Page » জাতীয় » সপরিবারে রাজাপাকসে এখন শ্রীলঙ্কার নৌ ঘাঁটিতে
মঙ্গলবার, ১০ মে ২০২২



অগ্নিসংযোগ, ইনসেটে মাহিন্দা রাজাপাকসে

বঙ্গ-নিউজ: সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি নৌ ঘাঁটির সামনে বিক্ষোভ করছে মানুষ। মন্ত্রী ও এমপিদের দেশত্যাগ ঠেকাতে আটকে দেওয়া হয়েছে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ। কলম্বোর উপকণ্ঠে রাতামালানা বিমানবন্দরের প্রবেশপথেও পাহারা বসিয়েছে বিক্ষোভকারীরা।

বেলা ১২টার দিকে মাহিন্দা রাজাপাকসের পরিবারের সদস্যদের নিয়ে একটি হেলিকপ্টার ত্রিঙ্কোমালিতে অবস্থিত শ্রীলঙ্কার নৌ বাহিনী ঘাঁটিতে অবতরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই ঘাঁটির সামনে জড়ো হতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমশ বাড়ছিল।

এর আগে ভোরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরানোর পর তিনি পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান। রাতভর সেখানে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের হটাতে পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাস ছোঁড়ে। এ সময় টিয়ার গ্যাস ক্যানিস্টার বিস্ফোরণে এক সাব-ইনস্পেক্টর নিহত হন।

ফাইল ছবি-মাহিন্দা রাজাপাকসে

এদিকে এমপিদের দেশত্যাগ ঠেকাতে কলম্বোর প্রধান বিমানবন্দরের প্রবেশপথে আড়াআড়ি গাড়ি রেখে সড়কটি আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। একদল তরুণ সেখানে বিমানবন্দরগামী গাড়িগুলো থামিয়ে চেক করছে। একইভাবে রাতামালানা এয়ারপোর্টের সামনের সড়কে রাত থেকে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। বিমানবন্দর অভিমুখী গাড়িগুলোকে চেক করে সামনে এগোতে দিচ্ছে তারা।

এর আগে সোমবার সকালে স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন মাহিন্দা রাজাপাকসের মেজ ছেলে যোশিতা রাজাপাকসে। সাবেক নৌ বাহিনী কর্মকর্তা যোশিতা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৫   ৩১৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ