মা দিবসে কবি সেলিনা শিউলির কবিতা “মাগো”

Home Page » মুক্তমত » মা দিবসে কবি সেলিনা শিউলির কবিতা “মাগো”
রবিবার, ৮ মে ২০২২



“মাগো”
তোমাকে নিয়ে লিখবো একটি কবিতা
কতদিন রাত প্রহর ভেবেছি আনমনে
মাগো হ্যাঁ, তোমাকে নিয়েই লিখতে চেয়েছি ।
এখনও চোখ বুঁজে যখন ঘুমের অতলে হারাই;
তুমি এসে দাঁড়িয়ে থাকো আনমনে
আমার শিয়রের পাশে,
আধো ঘুম আধো জাগরণে আমি ঠিক টের পাই ।
তোমার স্নেহের স্পর্শে মাগো পরম প্রশান্তিতে মুখ লুকাই , তোমার আঁচল তলে!
বড় বেশি ভালোবাসি তোমায়
যদিও বলা হয়নি কখনও।
সমস্ত পৃথিবীতে যখন আঁধার নেমে আসে
সীমাহীন ব্যথা বেদনায়,
ঝড়ো হাওয়া এসে আছড়ে পড়ে বুকের জমিনে
স ব কি ছু লন্ডভন্ড প্রায়,
আমি তখনও কেবল আশ্রয় খুঁজে ফিরি
মাগো তোমার চরণে হায়!
নিরাশার মাঝে আশার আলো তুমি
সীমাহীন ভালোবাসার আধার।
তাইতো তোমার বুকে মাথা রেখে
শান্ত এ মন আবার নতুন আশায় বাঁধে ঘর,
নতুন স্বপ্নে বিভোর হয় কেবল তোমার আশির্বাদে
মাগো তুমি এমনি করে থেকো দিবানিশি
আমার পাশে, আমার কপাল চুমে।।

কন্যা মা’দের সঙ্গে   ব্যক্তি মা  কবি সেলিনা শিউলি

বাংলাদেশ সময়: ১৩:৪৪:০৯   ৬১৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ