কোন একদিন তিতাস পাড়ে- হাছবি ইসলাম জায়ফা

Home Page » সাহিত্য » কোন একদিন তিতাস পাড়ে- হাছবি ইসলাম জায়ফা
বুধবার, ৪ মে ২০২২



হাছিবা ইসলাম জাইফা

হঠাৎ মাথায় চেপে বসলো, অনেক দিন হয়ে গেলো প্রাণের তিতাস পাড় গাও গেরামে যাই না। ব্যাস আর কি সেদিন ই দুপুরে চলে গেলাম চট্টলায়। চট্টলা ট্রেনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে ঢাকা থেকে ব্রাহ্মনবাড়িয়া যাওয়া অবধি ট্রেনের ইঞ্জিন ঠিক থাকে যেই না তালশহর ভৈরব যায় ট্রেন এর ইঞ্জিন হাল্কা স্লো মোশনে দাঁড়িয়ে থাকে ২০-৩০ মিনিট নাগাদ। সিট থেকে দৌড়ে ট্রেন এর দরজায় গিয়ে ঝুলে থাকি প্রকৃতি দেখি। অনেকে তাকিয়ে থাকে কেউ হাসে কেউ মজা নেয় কেউ বলে প্রাণোচ্ছল।আমার তাতে কি আমার ত ঝুলে থাকতেই বেশ ভাল লাগে। কিছুক্ষন নাগাদ আবার ট্রেন এর পে পু ঝিক ঝিক শব্দে পৌছুই প্রাণের শহরে। লাফ দিয়ে নামি ট্রেন থেকে প্লাটফর্মে। ব্যাগ নিয়ে টোটো করতে করতে হেটে উঠি রিক্সায় গন্তব্য কোথায় জানি না। রিক্সায় উঠতে উঠতেই বার্তা দেই, ব্যাস আর কি কালী বাড়ি মোড় ওখান থেকে টোটো(অটো) করে কান্দিপাড়া হয়ে পৌছে যাই শিমরাইল কান্দি “গাও গেরাম”। তারপর ই শুরু হয় নদী দেখা, বাতাস খাওয়া, নৌকায় কত গান বাজে,হরেক রকম মানুষ দেখা,কত পেশার মানুষজন। দেখতে দেখতে সময় পেরিয়ে যায় হঠাৎ সন্ধ্যা নামে, তারপর চলে যাই কোন এক গন্তব্যে!!!
আবার দেখা হবে কোন একদিন তিতাস পাড়ে

বাংলাদেশ সময়: ০:৫৬:৩৩   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ