ইমন ইসলাম ঈদের পরে নতুন এ্যালবাম নিয়ে আসছে

Home Page » বিনোদন » ইমন ইসলাম ঈদের পরে নতুন এ্যালবাম নিয়ে আসছে
বুধবার, ২০ এপ্রিল ২০২২



ইমন ইসলাম 

বঙ্গ নিউজঃ    ২০১৬ সালে শরিয়াতপুর জেলা গোসাইরহাট থানার কুচাইপট্টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশুনা করছেন ইমন ইসলাম।

ইমন ইসলাম একজন সফল ফ্রিল্যান্সার এবং একাধারে তরুন প্রজন্মের সঙ্গীতশিল্পী, লেখক এবং সমাজ সেবক হিসেবে পরিচিত একজন মুখ। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কী করা উচিত? এ ব্যাপারে ইমন ইসলাম বলেন, “একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনি কি কাজ সবচেয়ে ভালো করতে পারেন তা জানতে হবে এর পর সেটিতে আরও ভালো করার জন্য পরিশ্রম করতে হবে। তারপর মার্কেটপ্লেসে নিজের কাজকে লিস্ট করে কাজ করতে হবে। যারা কম পরিশ্রমে ফ্রিল্যান্সার হয়ে অধিক আয় করতে চান তাঁরা কখনোই প্রকৃত ও সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘সকল ফ্রিল্যান্সারের অতীত ও বর্তমান রয়েছে কঠোর পরিশ্রমে গড়া। বড় বড় ফ্রিল্যান্স সাইট সমূহে কয়েক মিলিয়ন ফ্রিল্যান্সার কাজ করে কিন্তু এদের মাঝে কয়জন সফল ফ্রিল্যান্সার রয়েছে? হিসেব করলে দেখা যাবে প্রতি সাইট অনুযায়ী ১০ হাজার করে সফল ফ্রিল্যান্সার রয়েছে। এত ফ্রিল্যান্সার এর মাঝে এরা সফল ফ্রিল্যান্সার হয়েছে কেবল মাত্র তাঁদের পরিশ্রম ও সঠিক পদ্ধতিতে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে।

২০২১ সালে সপ্নহীন এলব্যাম এ তার নিজের লেখা ও তার কন্ঠে গাওয়া গান দিয়ে শিল্পী জগতে পা রাখেন ইমন ইসলাম,উল্লেখ্য, ইমন ইসলাম ইতোমধ্যে আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ইউটিউব, এবং স্পটিফাইয়ের অফিসিয়াল শিল্পী হিসাবে ভেরিফাইড করা হয়েছে। ২০২০ ডিসেম্বর মাসে ইউটিউবে অফিসিয়াল শিল্পী চ্যানেল হিসেবে ভেরিফায়েড হয়েছিল তাকে স্পটিফাইয়ের অফিসিয়াল শিল্পী হিসাবে ভেরিফাইড করা হয়েছে।

এছাড়া শীঘ্রই স্পটিফাই’তে ইমননের ২ টি নতুন এলবাম আসছে তারও কথা বলেছেন এই তরুণ ফ্রিল্যান্সার ও সঙ্গীত শিল্পী। তিনি গণমাধ্যম’কে জানান যে ঈদের পর কিংবা ঈদের দিন রিলিজ হতে পারে তার নতুন এলবাম।
মো:এনামুল হক বাবু, বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ সময়: ১৩:১৮:৩৭   ৭১৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ