জবি শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হলেন যোবায়ের হাসান

Home Page » শিক্ষাঙ্গন » জবি শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হলেন যোবায়ের হাসান
সোমবার, ১১ এপ্রিল ২০২২



যোবায়ের হাসান

বঙ্গনিউজঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী একবছরে জন্য নতুন কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ক‌মি‌টি‌তে রসায়ন বিভা‌গের শিক্ষার্থী সেলিম আহমেদ শুভ কে সভাপতি এবং ইসলামিক স্টা‌ডিজ বিভা‌গের শিক্ষার্থী যোবাইর হোসাইন কে সাধারণ সম্পাদক হি‌সে‌বে নির্বাচিত করা হ‌য়ে‌ছে।

রবিবার, (১০ এপ্রিল) শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও সহ: প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীরা কমিটির আংশিক অনুমোদন দেন।

প্রধান উপদেষ্টা হিসেবে জবির সহকারী রেজিস্ট্রার মোঃ খসরু আলম, সহ: প্রধান উপদেষ্টা জবির সহকারী রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপদেষ্টামণ্ডলীর মধ্যে ছিলেন জসিম উদ্দিন, রাকিব হাসান লেলিন, সাফি বিনদোহা সিফাত, আবদুল্লাহ আল মামুন, হাসিন মাহতাব ফাহাদ , রাকিবুল ইসলাম হৃদয়, আবু নাঈম, আরমান হাসান এবং রিয়াদ মোল্লা।

কমিটিতে সহ: সভাপতি হিসেবে আছেন মনির হোসেন, মাহবুবুর হাসান প্রত্যাশা, মিনার খাতুন, শাকিল আহমেদ, আতাউর রহমান নুর, ইসরাত আরা অন্তরা, শাকিল আহমেদ বাপ্পি, শ্যামল সাদনান, রাকিবুল হাসান রনি, মুসতাসিম আল মুঈদ, হাসিবুর রহমান, ন‌ওরিন জাহান, তানজিনা হক তিথি, জান্নাতুল ফেরদৌসি, ফৌজিয়া নুসরাত আপা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে সোলাইমান কবীর, মাহদী হাসান, আল আমিন, মুজাহিদ বিল্লাল, সুমন মিয়া, আলমগীর কবীর, নাহিদ হাসান রাসেল, মাফিয়া আক্তার মুন, মারুফ হাসান, সুমি জামান, সিয়াম বাহার, রাবেয়া ইয়াসমিন শিমু, মারিয়া আক্তার। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদ রানা এবং প্রচার সম্পাদক নিয়াজুর রহমান লিমন। এছাড়াও আগামী ১ মা‌সের ম‌ধ্যে আং‌শিক কমি‌টি পূর্ণাঙ্গ করার নি‌র্দেশ প্রদান ক‌রেন উপ‌দেষ্টামন্ডলীরা।

নব-‌নির্বা‌চিত  সাধারণ সম্পাদক যোবাইর হোসাইন ব‌লেন, শেরপুর জেলা ছাত্র কল্যান পরিষদ আমার প্রানের সংগঠন,এক সময় বড় ভাইদের হাত ধরে এ সংগঠনে পা রাখা।আজ নিজের কাছে এতো বড়ো দায়িত্ব পেয়ে খুব আনন্দ লাগছে।সর্বোপরি সবার সহোযোগিতা কামনা করছি। সবার সহোযোগিতায় আমরা সকলে মিলে শেরপুর জেলাকে ব্র্যান্ডিং করবো।’

নব-‌নির্বা‌চিত সভাপ‌তি সেলিম আহমেদ শুভ ব‌লেন, “বিশ্ববিদ্যালয় জীবনের ১ম বর্ষ থেকেই অত্র সংগঠনের সাথে জড়িত।সবসময় নিরলস শ্রম দিয়েছি। আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় সকল বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমার সহপাঠীদের প্রতি যারা আমার পাশে থেকে সব সময় সহযোগিতা করেছে। নিষ্ঠার সাথে সংগঠনের স্বার্থে কাজ করতে চাই।এজন্য সকল সিনিয়র বড় ভাই ও জুনিয়রদের সহযোগিতা প্রয়োজন।আশা করি সবাইকে পাশে পাবো।”

বাংলাদেশ সময়: ২০:৩৫:১২   ৩৪৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ