শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩

নগ্ন হতে রাজি বিদ্যা!

Home Page » বিনোদন » নগ্ন হতে রাজি বিদ্যা!
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



2013_18_8_balan_morningsunbd.jpgবঙ্গ-নিউজ ডটকম: ‘ডার্টি পিকচার’ ছবির পর থেকে নিন্দুকের নিন্দা যেমন শুনেছেন, ঠিক তেমন সমালোচকের মনও জয় করেছেন বিদ্যা বালান। ছবিটিতে প্রথমবারের মতো খোলামেলা হয়ে কাজ করেছেন এ নায়িকা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন ‘ডার্টি পিকচার- ২’তে প্রয়োজনে নগ্ন হতেও রাজি তিনি।

সম্প্রতি এ ছবির প্রযোজক একতা কাপুর একটি পার্টি আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত হয়েছিলেন বিদ্যা বালান। এ পার্টিতে আলোচনা হয় ‘ডার্টি পিকচার-২’ নির্মাণের।
‘ডার্টি পিকচার’-এর সিকুয়ালে অভিনয়ের জন্য রাজি বিদ্যা। বিষয়টি সম্প্রতি মিডিয়াকেও জানিয়েছেন তিনি। আর এর জন্য আগের মতো খোলামেলা হয়ে কাজ করতেও তার কোনো দ্বিধা নেই। বিষয়টি ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো।

তবে পার্টিতে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তা গোপন রাখা হয়েছে। একতা কাপুরের কাছে এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি শুধু এটুকু বলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এর ঘোষণা সামনে আসতে পারে।

এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ‘পার্টিতে এ ছবিটি নিয়ে আলোচনা হয়েছে। তবে পাকাপাকি সিদ্ধান্ত একতাই দেবেন। খুব শিগগিরই হয়তো তিনি ঘোষণা দেবেন এ ছবির।

আর এরকম কিছু হলে আমি অবশ্যই তাতে অভিনয় করতে রাজি। তার জন্য নগ্ন হতেও কোনো আপত্তি নেই আমার। যেভাবে দর্শকরা আমাকে দেখতে চায় সেভাবে উপস্থাপিত হতে আমার নিজের কাছেও ভাল লাগে। আসলে সফলতার ধারাবাহিকতাটা বজায় রাখাটাই এক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য হবে।’

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১২   ৩৩১৬ বার পঠিত