বাংলাদেশের উন্নতি অনেক দেশের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে: আইজিপি

Home Page » জাতীয় » বাংলাদেশের উন্নতি অনেক দেশের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে: আইজিপি
বুধবার, ২৩ মার্চ ২০২২



ফাইল ছবি

 বঙ্গনিউজঃ   বাংলাদেশের উন্নতি বিশ্বের অনেক দরিদ্র দেশের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশে ক্ষুধা এখন পরাজিত হচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বিষ্ময়কর উন্নতি হয়েছে। যা বিশ্বে রোল মডেল। বিশ্বের অনেক দরিদ্র দেশের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নতি।’

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে যশোর পুলিশ লাইনের মাঠে দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশের মধ্যে এবং বাইরে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘সকল ষড়যন্ত্র দুই পায়ে মাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ বিজয়ের দেশ, বীরের দেশ। এদেশে কোনো শত্রু থাকবে না। ভেতর ও বাইরের ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে একসাথে। যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল।’

তিনি যশোরের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, যশোরের সাংস্কৃতিক সংগঠনের যে মনোরম ডিসপ্লে দেখেছি তাতে মুগ্ধ হয়েছি। জাতীয় পর্যায়ে এই ধরনের ডিসপ্লে প্রদর্শিত হয়।

বেনজীর বলেন, পুলিশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। খেলার সাথে কাজের হৃদ্বিক সম্পর্ক রয়েছে। পুলিশের ফিজিক্যাল ফিটনেস ও দৃঢ় মানসিকতায় খেলাধুলা সাহায্য করে। এতে বাহিনীর মধ্যে শৃঙ্খলা, শরীর চর্চা ও মুক্তবুদ্ধির চার্চা বাড়ে। পুলিশের জাতীয় পর্যায়ে নানা ধরনের খেলা রয়েছে। এখন কাবাডি, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসহ নানা জাতীয় পর্যায়ের খেলায় বাংলাদেশ পুলিশ অংশ নেয়।

যশোরে এই ধরনের আয়োজন প্রত্যেক বছর অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি

বাংলাদেশ সময়: ১২:৫১:১৯   ২৮৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ