জীবন এক ঝুলন্ত দোলনা - আলাউদ্দিন গাজী

Home Page » সাহিত্য » জীবন এক ঝুলন্ত দোলনা - আলাউদ্দিন গাজী
সোমবার, ৭ মার্চ ২০২২



 আলাউদ্দিন গাজী
জীবন এক ঝুলন্ত দোলনা।
বাতাস না পেলে ধাক্কা না দিলে
দোল খায় না। অতৃপ্ত বাসনা ।
করাঘাত করে উচাটন মনে।
ট্রেন পাগলের মত দৌড়ায়
উলঙ্গ ছেলেটা হাঁটে আনমনে।
ভিখারি পায় না নৈবেদ্য
কী হবে লিখে এই কাব্য
কিসের হাতছানি তবে ?
টানাপোড়েন জীবনে এমন নগ্নতা
চাঁদ দেখ কেমন হাসে নির্লজ্জ !
বোতলে মদ নিয়ে বসে আছ
নন্দ দুলাল বেশ্যার কোমর ধরে।
কসাই কোপায় মাংস
কুকুরের চোখ চকচক করে।
গোলাপ হাতে প্রেমিক
অপেক্ষার হাত বাড়িয়ে।
ঝড়ো হাওয়ার সাথে
ছুটছে নুন আর বালি
গলির ঘুমন্ত পিট মাড়িয়ে
দাঁড়াল এসে তৃষিত হৃদয়খানি।
(জীবনকে নিয়ে এমন কথা
শুনেছো কেউ ?)
নোটবুক থেকে।

বাংলাদেশ সময়: ১১:২৪:০৩   ১২০৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ