পুরস্কার হিসেবে শিশু!!

Home Page » এক্সক্লুসিভ » পুরস্কার হিসেবে শিশু!!
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



child-intro.jpgবঙ্গ-নিউজ ডটকম: এতোদিন বিভিন্ন রিয়েলিটি শো কিংবা অন্য প্রতিযোগীতায় পুরষ্কার হিসেবে দেয়া হতো টাকা, বাড়ি, গাড়ি ইত্যাদি আর্কষণীয় পুরস্কার। এবার এলো অদ্ভুত খবর। পুরস্কার হিসেবে দেয়া হবে ‘শিশু’! নাহ! পুতুল কিংবা রোবট নয়। একেবারে রক্ত-মাংসের শিশুকে তুলে দেয়া হবে পুরস্কার হিসেবে। পাকিস্তানের একটি টিভি শো’তে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। শো চলাকালীন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলেই দম্পতিদের হাতে শিশু তুলে দিচ্ছেন উপস্থাপক।টিভি শোতে পুরস্কার হিসেবে বাচ্চা উপহার দেয়ার এ ঘটনায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও স্থানীয় একটি সংস্থার দাবি, পুরস্কার হিসেবে নয় বাচ্চা দত্তক দেওয়ার কাজ হয়েছে এর মাধ্যমে।

তবে অনেকেই মনে করছেন, এই ধরণের পদক্ষেপের মাধ্যমে টিভিটি তাদের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবেই ব্যবহার করছে।

রিয়াজউদ্দীন এবং তাঁর স্ত্রী আয়েশা রিয়াজ এই শো’র মাধ্যমে জিতে নিয়েছেন একটি ফুটফুটে শিশু। তারা বলছেন, এই শো’র মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

তবে সমালোচনার যাবতীয় ঝড় উড়িয়ে দিয়েছেন সিপা ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসন নামে একটি বিজ্ঞাপন সংস্থা। তাদের দাবি, পুরস্কার হিসেবে শিশু দেওয়ার তথ্য আদপে সঠিক নয়। শিশু দত্তক নেওয়ার জন্য অনেক আবেদনপত্র জমা পড়ছিল। তাই ফেলে যাওয়া শিশুদের উদ্ধার করে নিঃসন্তান দম্পতিদের হাতে তুলে দেওয়ার মত মহত কাজ তারা এর মাধ্যমে করেছেন বলে তাদের দাবি।

বাংলাদেশ সময়: ১৯:১৯:২২   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ