পর্যালোচনায় কবি সাফিকা জহুরা জেসী-র বই “আমার”

Home Page » সাহিত্য » পর্যালোচনায় কবি সাফিকা জহুরা জেসী-র বই “আমার”
মঙ্গলবার, ১ মার্চ ২০২২



 বই ‘আমার’

কবি সাফিকা জহুরা জেসি আমাদের মাঝে কবিতা লিখছেন। সম্প্রতি তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে “আমার”।
প্রতিটি কবিতা প্রতিটি পাতায় পাতায় কাব্যরসের চমক।
“আমাকে দেখে অনেকের ভিড়ে।
আমাকে নিয়ে কখনো ভেবেছিস, আমার মত করে?
রক্তে মাংসে গড়া এই “আমাকে” নিয়ে নয়;
বলছি তার কথা, এর মাঝে যে “আমি” টা বাস করে!”…
কবির লেখা এই পঙক্তি চেতনায় টোকা দিয়ে যায়, সত্যিই দারুণ।

“প্রতিদিন ডুবে যাবার ভয়!
তলিয়ে যাবার ভয়!
হারিয়ে যাবার ভয়!”
জীবন তরী কবিতা শুরু হয়েছিল এভাবে
“এক সময় সমুদ্র খুব প্রিয় ছিল আমার!
এখন আমি নদী পছন্দ করি!
যত দূরত্বই হোক না কেন, নদীর এপারে দাঁড়ালে, ওইপার দেখা যায়।”
অনুকাব্য সত্যি খুব সুন্দর আবেগঘন।
” যতই দিন যায়,
তার প্রেমে গভীর হতে গভীরে ডুবে যাচ্ছি!
এতো ভালোবাসা, সিন্দুকে পুরে রাখছি!
স্মৃতির খাতায়, পাতায় পাতায়;
কখনো না ফুরোয় “ভালোবাসা” -
এমনভাবে বীজ বুনছি!”

উল্লেখযোগ্য অন্যান্য কবিতার ভিতর অদেখা নীল, অনেক ক্ষুধায় ধরে, মুক্ত কারাগার, সূর্যের রাত নেই, স্বাধীনতা রক্ষা করো, ভিজে না জল, কথা দিলাম সুখপাঠ্য।
একসাথে এতগুলো সুন্দর কবিতা এক মলাটের ভিতর সত্যি দারুন।

“লেখার মাঝে খুঁজে পাই নিজেকে
লেখার মাঝে মন ছুঁয়ে যায় সবার
তীক্ষ্ণ ধারালো তরবারির মতো শক্তি
লেখা বিপ্লব ও সংগ্রামের হাতিয়ার!
লেখা শুভেচ্ছা, লেখা উপহার
লেখার মাঝে বিজয়ের জয়জয়কার!”
বইয়ের প্রথম কবিতা “লেখা” থেকে নেওয়া।

নতুন পুরানো সব মিলিয়ে ৯২ টি কবিতা নিয়ে ৯৬ পৃষ্ঠার বইটি নজরকাড়া এত চমৎকার এর প্রচ্ছদ বাঁধাই এবং ছাপা উপহার দেয়ার জন্য, সংগ্রহে রাখার জন্যে
একটি সুন্দর বই।
বইটির প্রচ্ছদ মূল্য ২৬৫ টাকা যথার্থ সংগ্রহ না করে থাকলে আজই সংগ্রহ করবেন।

কবি সাফিকা জহুরা জেসী

বাংলাদেশ সময়: ১:৫৭:০৫   ৪২১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ