ভারতের সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Home Page » বিশ্ব » ভারতের সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



rape-67.jpgবঙ্গ-নিউজ ডটকম:  ভারতের রাজধানী নয়া দিল্লির পর এবার গণধর্ষণের ঘটনা ঘটেছে বানিজ্য নগরী মুম্বাই। বৃহস্পতিবার শহরের লোয়ার প্যারলের শক্তি মিলস কম্পাউন্ডে পাঁচ যুবক ২২ বছর বয়সী এক ফটোসাংবাদিককে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গছে।

শুক্রবার চিত্রসাংবাদিককে বক্তব্য অনুসারে অভিযুক্ত পাঁচজনের ছবি প্রকাশ করা হয়েছে। এদের দুই জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরই চিকিৎসকেরা পুলিশকে খবর দেয়।

একটি ইংরেজি ম্যাগাজিনের কাজ করা চিত্রসাংবাদিক পুলিশকে বলেন, “অফিসের কাজেই তিনি ও তার এক পুরুষ সহকর্মী গিয়েছিলেন মুম্বইয়ের শক্তি মিলস এলাকায়। সেখানে দুই ব্যক্তি তাকে একটি বাড়ি ভিতরে টেনে নিয়ে যায়। পরে আরও দুজনকে ডেকে এনে তাকে গণধর্ষণ করে।”

তিনি আরও বলেন, “পুরুষ সঙ্গীকে মারধর করে বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়। তারপর তার সামনেই গণধর্ষণ করা হয়।”

চিত্রসাংবাদিক পুলিশকে বলেন, “তাকে বিল্ডিংয়ে টেনে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের মধ্যে দুজন পরস্পর পরস্পরকে রূপেশ ও সাজিদ নামে ডাকাডাকি করেছিল।”

মুম্বাই পুলিশ কমিশনার সত্যপাল সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে সকলেই ড্রাগে আসক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।। ঘটনার তদন্তের জন্য পুলিশ মোট ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্তদের স্কেচ প্রকাশ করার পর এখনও  পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা গিয়েছে।

ঘটনার পর হাসপাতালে ফটোসাংবাদিকের সাথে দেখা করতে যান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল। ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।

সম্প্রতি চলচ্চিত্রের রাজধানী খ্যাত মুম্বাইয়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় একে দিল্লির সঙ্গে তুলনা করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৯:১০:৫৮   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ