একুশ মাত‍ৃভাষার ফসল-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » একুশ মাত‍ৃভাষার ফসল-গুলশান আরা রুবী
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২



---

একুশ হলো লক্ষ জাতির সবুজের বুকে লাল

রক্তে বৃত্তের আচ্ছাদিত সুখের স্বপন কাল!

একুশ হলো আত্ম ত্যাগের ভাষার লড়াই

বাংলা ভাষার অমূল্য চেতনা  সুন্দর দেশ গড়ার!

মাতৃভাষা বাংলা ভাষা শুদ্ধ বর্ণমালা

পরিপূর্ণ বিকাশ গড়ার সাহসী বীর যোদ্ধা

বাংলা জাতি বাজি রেখে দিয়েছে জলাঞ্জলি আনতে কেবল মাতৃভাষা!

একুশ হল অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা

একুশ হল স্বাধীন ভাবে কথা বলতে পারা

একুশ হলো স্বাধীন বাংলা ভাষার শপথ নেওয়া।

একুশ মানে শুধু আত্ম সম্ভ্রমহানি নয়

একুশ হল যুবকের তাজাপ্রাণে রক্তে মাখা দেশ

একুশ মানে বাঙালির চিত্র কথনে হৃদয় কম্পনের ধরনী মৃত্তিকার অলংকারে বাংলাদেশ।

তাইতো আজ গর্ব করে বলতে পারি

বাংলা আমার প্রাণের ভাষা বাংলা আমার চির সবুজ বাংলা আমার মাতৃভাষা

এই ভাষার জন‍্য কত শত মায়ের সন্তান দিয়েছে জীবন

এই স্বাধীন চেতনার জন‍্য কত বোন হয়েছে সম্ভ্রম হারা।

একুশ যখন আসে আনন্দ সুখে বাতাস নিয়ে তখন বারংবার হৃদয়ের কম্পিত হয়

কেমন ছিলো সেই ভয়াবহ দিন গুলো

খুব জানতে ইচ্ছে করে যে টুকু যানি তবু ও কেন আরো জানতে  ইচ্ছে করে!

একুশ তো এমনই একটি দিন

সন্তান হারা মায়ের বুকে পাঁজর ভাঙার আত্মহুতির অশ্রুসিক্ত নয়ন;

একুশের এই দিনে অর্ঘ ফুলে সাজে অঞ্জলিতে শহীদ মিনার স্মরণীয় হয়ে থাকবে বিশ্বজুড়ে শহীদের অমর রক্তের সম্মান।।

বাংলাদেশ সময়: ২১:৫৫:১৮   ৪৩৩ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ