৩০ ভাগ সম্পন্ন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

Home Page » জাতীয় » ৩০ ভাগ সম্পন্ন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজঃ  রাত-দিন ২৪ ঘণ্টা চলছে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণকাজ। দ্রুত বাস্তবে রূপ পেতে যাচ্ছে টার্মিনাল ভবন। ইতোমধ্যে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের টার্মিনাল ভবনের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

টার্মিনালটির নির্মাণকাজের জন্য নির্ধারিত সময় ৪ বছর। ৩ তলা টার্মিনাল ভবনটির নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন। তিনি সিপিজি করপোরেশন (প্রাইভেট) লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি।

---

সরেজমিনে দেখা গেলো, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলছে তিন নম্বর টার্মিনালের নির্মাণকাজ। করোনা মহামারির জন্য স্বাস্থ্যবিধির বিষয়েও রয়েছে বিশেষ সতর্কতা। একদিকে টার্মিনাল ভবনের মূল কাঠামো নির্মিত হচ্ছে, অন্যদিকে যে অংশের অবকাঠামো হয়ে গেছে সেখানে চলছে পানি, বিদ্যুৎ, ফায়ার হাইড্রেন্ট, এসিসহ অন্যান্য কার্যক্রম।

২১,৩৯৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ করছে জাপানের মিতসুবিশি, ফুজিতা ও কোরিয়ার স্যামসাং-এর যৌথ কনসোর্টিয়াম এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)। এই প্রকল্পে বাংলাদেশ সরকার এবং জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা অর্থায়ন করেছে।

---
তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে নকশা অনুযায়ী ভূ-গর্ভস্থ সূড়ঙ্গপথের কাজও প্রায় শেষ হওয়ার পথে। চলছে উড়াল সেতুর নির্মাণকাজ। যার সঙ্গে টার্মিনালে ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ থাকবে।

তৃতীয় টার্মিনালে থাকবে আন্তজার্তিক মানের অগ্নি নির্বাপক ব্যবস্থা। সরেজমিনে দেখা গেছে, ভবনের যে অংশের কাজ শেষ হয়েছে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র ও পানির লাইন বসানোর কাজ চলছে।

হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩য় টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে ১২টি, চেক-ইন কাউন্টার ১১৫টি, কনভেয়র বেল্ট ১৬টি, ২৫টি উড়োজাহাজের অ্যাপ্রোন পার্কিং ও ৩ তলা বিশিষ্ট পার্কিং ভবনে একসঙ্গে ১২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা।

---

এখন যে টার্মিনাল, তাতে সক্ষমতার ঘাটতি থাকায় যাত্রীদের নানা দুর্ভোগে পড়তে হয়। তবে তৃতীয় টার্মিনালে বছরে যাত্রী ধারণক্ষমতা হবে ১২ মিলিয়ন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সন্তোষজনক। যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজের মানও মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে।

টার্মিনাল ভবন ছাড়াও ৩৬,৮০০ বর্গমিটার এক্সপোর্ট কার্গো ও ২৭,০০০ বর্গমিটার ইমপোর্ট কার্গোর নির্মাণকাজ চলছে। নির্ধারিত সময়ের আগেই এ টার্মিনালের নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, যেই গতিতে কাজ চলছে তাতে ২০২৩ সালের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তখন একটি আধুনিক টার্মিনাল যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০:৩৩:২৯   ৬১৮ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ