১৩৪ রানে গুটিয়ে যাওয়া ম্যাচ জিতলো আফগানিস্তান

Home Page » ক্রিকেট » ১৩৪ রানে গুটিয়ে যাওয়া ম্যাচ জিতলো আফগানিস্তান
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২



শ্রীলঙ্কাকে হারিয়ে উল্লাস করছে আফগানিস্তান যুব দল।

বঙ্গনিউজঃ যুবাদের বিশ্বকাপ হলে কি হবে। বড়দের চেয়ে কোনও অংশেই কম রোমাঞ্চ ছড়াচ্ছে না এই বৈশ্বিক টুর্নামেন্ট। এশিয়ার অনূর্ধ্ব-১৯ দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গিয়েও লঙ্কানদের সেই ম্যাচে ৪ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান।

অ্যান্টিগায় ব্যাট হাতে আফগানদের পুঁজিটাও বেশি ছিল না। টস হেরে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩৪ রান! সর্বোচ্চ স্কোর বলতে আবদুল হাদির ৩৭ ও নুর আহমেদের ৩০। এছাড়া ২৫ রান করেছেন আল্লাহ নূর। ১০ রানে ৫ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার ছিলেন ডানহাতি পেসার ভিনুজা রনপল। এবং ৩৬ রানে তিনটি নিয়েছেন বামহাতি স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। পরে এই ক্রিকেটারই ভুগিয়েছেন আফগানদের।

শুরুতে আফগান বোলিংয়ে পুরোপুরি ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। ৪৩ রানে পতন হয় ৭ উইকেটের। এই পর্যায়ে হারই যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল, লঙ্কান শিবিরে তখন আশার আলো জ্বালিয়ে রেখেছিল অষ্টম উইকেট জুটি। দুনিথ ওয়াল্লালাগে ও রাভিন ডি সিলভার ৬৯ রানের জুটিতে একটা পর্যায়ে জয়ের চৌকাঠের কাছেও পৌঁছে গিয়েছিল। কিন্তু দলটি আবারও বিপদে পড়ে আফগান লেগ স্পিনার নাভিদ ও বামহাতি স্পিনার খারোটে শেষ দুই উইকেট তুলে নিলে। শেষ দিকে মাত্র ৫ রান নিলে জিততে পারতো শ্রীলঙ্কা দল। টান টান উত্তেজনার মুহূর্তে রান আউট হয়ে বসেন ত্রাভিন ম্যাথিউ! ফলাফল ৪৬ ওভারে ১৩০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জন্য হতাশার বিষয়টি হচ্ছে, রানআউটেই ফিরেছেন লঙ্কানদের ৪ ব্যাটার!

ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নূর আহমেদ। সেমিফাইনালে এখন আফগানদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭:১২:০৭   ৩৮২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ