সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখবে জাতিসংঘ

Home Page » বিশ্ব » সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখবে জাতিসংঘ
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



756425_le-president-syrien-bachar-al-assad-le-20-juin-2011-a-damas1.jpgবঙ্গ-নিউজ ডটকম:সিরিয়ার রাজধানী দামেস্কে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ দ্রুত খতিয়ে দেখার দাবি করেছে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। বুধবার সিরিয়ার বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছিল। অভিযোগে তারা বলেছিল, আসাদ বাহিনী বিদ্রোহীদের অবস্থানরত দামেস্কের পূর্বাঞ্চলে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে।নিরাপত্তা পরিষদের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর জাতিসংঘের আর্জেন্টিনা দূত মারিয়া ক্রিস্টিনা পার্সিভাল সাংবাদিকদের বলেছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা এ অভিযোগের বিষয়ে পুরোপুরি সচেতন রয়েছে। পরিস্থিতি দ্রুত খতিয়ে দেখে, সেখানকার অবস্থা সম্পর্কে স্বচ্ছতা প্রকাশ করা হবে।

সে আরও বলেছে, এ ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের নিশ্চয়তার বিষয়ে পরিষদের সদস্যরা মহাসচিব বান কি মুনের দৃঢ় সংকল্পকে স্বাগত জানিয়েছে।

বৈঠকে চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতির আহবান জানানো হয় বলেও জানায় পার্সিভাল।

বুধবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের বিষয়টিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছে বলে দাবি করেছে জাতিসংঘের সহকারী মুখপাত্র এদুয়ার্দো।

এর আগে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তিনটি অভিযোগের প্রেক্ষিতে গত রোববার জাতিসংঘের ২০ সদস্য বিশিষ্ট রাসানিক অস্ত্র বিশেষজ্ঞদের একটি দল দেশটিতে পৌঁছেছে। ঠিক তার পরপরই বুধবারের ঘটনায় বিদ্রোহীদের পক্ষ থেকে আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ৩৫টি দেশের পক্ষ থেকে জাতিসংঘের প্রধান তদন্তকারী কর্মকর্তা অ্যাক সেলস্ট্রমকে এ ঘটনার যত দ্রুত সম্ভব তদন্ত করতে বলা হয়েছে। সেলস্ট্রমের তদন্ত দল এখন সিরিয়ায় রয়েছে।

গত জুনে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, বাশার আল আসাদ বাহিনী বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্র হামলা চালানোর ব্যাপারে তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪২:৫৪   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ