২৯০ দিন পাকিস্তানে কারাভোগের পর যুক্তরাজ্য ও ভারত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে
১০ জানুয়ারী তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন ৷ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনী
ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে গড়া যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করার মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে
“বাংলাদেশ” নামক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ৷ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঢাকায় ফিরে সরকার
গঠন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭২
খ্রিষ্টাব্দের ১২ই জানুয়ারি তিনি সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
মতাদর্শগতভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন।
এগুলোর উপর ভিত্তি করে সংবিধান প্রণয়ন এবং তদানুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা সত্ত্বেও তীব্র দারিদ্র্য,
বেকারত্ব, সর্বত্র অরাজকতাসহ ব্যাপক দুর্নীতি মোকাবেলায় তাকে সেই সময় অত্যন্ত কঠিন সময়
অতিবাহিত করতে হয়েছিল। ২০০৪ সালে বিবিসি কর্তৃক পরিচালিত এক জনমত জরিপে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হন৷ এবারে দেখা যাক, ‘বাংলাদেশ’ স্বাধীন
হবার পর থেকে অর্থাৎ বাংলাদেশের শুরু থেকে আজ অবধি বাংলাদেশের সরকার-ব্যবস্থায় ক’জন রাষ্ট্রপতি
এবং ক’জন প্রধানমন্ত্রী বাংলাদেশকে শাসন ও শোষণ করেছেন :
ক. সাবেক রাষ্ট্রপতিগণ (সূত্র: ইন্টারনেট, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার )-
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- (সময়কাল- ২৬-০৩-১৯৭১ হতে ১২-০১-১৯৭২) ৷ ২. ক্সসয়দ নজরুল
ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবর্তমানে )- (সময়কাল- ২৬-০৩-১৯৭১ হতে
১০-০১-১৯৭২)৷ ৩. বিচারপতি আবু সাঈদ চৌধুরী - (সময়কাল- ১২-০১-১৯৭২ হতে ১৭-১২-১৯৭২
) ৷ ৪. বিচারপতি আবু সাঈদ চৌধুরী (সময়কাল- ১৭-১২-১৯৭২ হতে ১০-০৪-১৯৭৩) ৷ ৫.
বিচারপতি আবু সাঈদ চৌধুরী (সময়কাল- ১০-০৪-১৯৭৩ হতে ২৪-১২-১৯৭৩) ৷ ৬.স্পীকার
জনাব মুহম্মদুল্লাহ্(রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত)-(সময়কাল- ২৪-১২-১৯৭৩ হতে ২৭-০১-১৯৭৪) ৷ ৭. জনাব
মুহম্মদুল্লাহ্ (সময়কাল- ২৭-০১-১৯৭৪ হতে ২৫-০১-১৯৭৫) ৷ ৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(সময়কাল- ২৫-০১-১৯৭৫ হতে ১৫- ০৮-১৯৭৫ , রাষ্ট্রপতি শাষিত সরকারের ) ৷ ৯. খন্দকার মোশ্তাক
আহাম্মদ (সময়কাল-১৫-০৮-১৯৭৫ হতে ০৬-১১-১৯৭৫) ৷ ১০. বিচারপতি জনাব আবু মোহাম্মদ সায়েম
(সময়কাল- ০৬-১১-১৯৭৫ হতে ২১-০৪-১৯৭৭) ৷ ১১. মেজর জেনারেল জিয়াউর রহমান,বীর উত্তম,
পিএসসি (সময়কাল-২১-০৪-১৯৭৭ হতে ১২-০৬-১৯৭৮) ৷ ১২. মেজর জেনারেল জিয়াউর রহমান,বীর
উত্তম, পিএসসি (সময়কাল-১২-০৬-১৯৭৮ হতে ৩০-০৫-১৯৮১ ) ৷ ১৩. বিচারপতি জনাব আবদুস সাত্তার
(অস্থায়ী রাষ্ট্রপতি)-(সময়কাল-৩০-০৫-১৯৮১ হতে ২০-১১-১৯৮১) ৷ ১৪. বিচারপতি আবদুস
সাত্তার(সময়কাল-২০-১১-১৯৮১ হতে ২৪-০৩-১৯৮২) ৷ ১৫. বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহ্সান
উদ্দীন চৌধুরী- (সময়কাল- ২৭-০৩-১৯৮২ হতে ১১-১২-১৯৮৩) ৷ ১৬. লেঃ জেনারেল হোসেন মোহাম্মদ
এরশাদ, এন ডি সি, পি এস সি- (সময়কাল-১১-১২-১৯৮৩হতে ২৩-১০-১৯৮৬ ) ৷ ১৭. জনাব হুসেইন
মুহম্মদ এরশাদ- (সময়কাল-২৩-১০-১৯৮৬ হতে ০৬-১২-১৯৯০) ৷ ১৮.বিচারপতি জনাব সাহাবুদ্দিন
আহমদ (অস্থায়ী রাষ্ট্রপতি)- (সময়কাল- ০৬-১২-১৯৯০ হতে ০৯-১০-১৯৯১) ৷ ১৯. জনাব আবদূর রহমান
বিশ্বাস-(সময়কাল- ০৯-১০-১৯৯১ হতে ০৯-১০-১৯৯৬) ৷ ২০. বিচারপতি জনাব সাহাবুদ্দীন আহমদ-
(সময়কাল- ০৯-১০-১৯৯৬ হতে ১৪-১১-২০০১) ৷ ২১. জনাব এ, কিউ, এম, বদরুদ্দোজা চৌধুরী-
(সময়কাল– ১৪-১১-২০০১ হতে ২১-০৬-২০০২) ৷ ২২. স্পীকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার
(রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত)–(সময়কাল- ২১-০৬-২০০২ হতে০৬-০৯-২০০২) ৷ ২৩. প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন
আহম্মেদ- (সময়কাল-০৬-০৯-২০০২ হতে ১২-০২-২০০৯) ৷ ২৪. জনাব মোঃ জিল্লুর রহমান-(সময়কাল১২-০২-২০০৯ হতে২০-০৩-২০১৩) ৷ ২৫. এ্যাডভোকেট আব্দুল হামিদ - (সময়কাল- ২৪-০৪-২০১৩
হতে বর্তমান ) ৷ টানা দুবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
খ. সাবেক প্রধানমন্ত্রীগণ (সূত্র: ইন্টারনেট, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার ) -
১.তাজউদ্দীন আহমেদ-(১৯২৫-১৯৭৫) - শাসনকাল: ১১ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২ ৷ ২ .শেখ
মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)- শাসনকাল: ১২ জানুয়ারি ১৯৭২ - ২৫ জানুয়ারি ১৯৭৫ ৷ ৩.মোঃ মনসুর
আলী (১৯১৯-১৯৭৫)- শাসনকাল : ২৫ জানুয়ারি ১৯৭৫ -১৫ আগস্ট ১৯৭৫৷ পদ বিলুপ্ত ছিল (১৫
আগস্ট ১৯৭৫ - ২৯ জুন ১৯৭৮)৷৪. মশিউর রহমান (১৯২৪-১৯৭৯)- শাসনকাল: ২৯ জুন ১৯৭৮ -১২ মার্চ
১৯৭৯ ৷ ৫. শাহ আজিজুর রহমান (১৯২৫-১৯৮৮) - শাসনকাল: ১৫ এপ্রিল ১৯৭৯-২৪ মার্চ ১৯৮২৷ পদ
বিলুপ্ত ছিল (২৪ মার্চ ১৯৮২ - ৩০ মার্চ ১৯৮৪) ৷ ৬. আতাউর রহমান খান (১৯০৭-১৯৯১) - শাসনকাল :
৩০ মার্চ ১৯৮৪–৯ জুলাই ১৯৮৬ ৷ ৭. মিজানুর রহমান চৌধুরী (১৯২৮-২০০৬)- শাসনকাল :৯ জুলাই
১৯৮৬ - ২৭ মার্চ ১৯৮৮৷ ৮. মওদুদ আহমেদ (১৯৪০-২০২১)- শাসনকাল: ২৭ মার্চ ১৯৮৮- ১২ আগস্ট
১৯৮৯ ৷৯. কাজী জাফর আহমেদ (১৯৩৯-২০১৫) - শাসনকাল: ১২ আগস্ট ১৯৮৯ - ৬
ডিসেম্বর ১৯৯০ ৷ পদ বিলুপ্ত ছিল (৬ ডিসেম্ভর ১৯৯০ - ২০ মার্চ ১৯৯১)৷ ১০. খালেদা জিয়া(১৯৪৪- )-
শাসনকাল : ২০ মার্চ ১৯৯১-৩০ মার্চ ১৯৯৬ ৷১১. বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান (১৯২৮-২০১৪)-
প্রধান উপদেষ্টা, শাসনকাল : ৩০ মার্চ ১৯৯৬ - ২৩ জুন ১৯৯৬ ৷১২. শেখ হাসিনা (১৯৪৭- )-
শাসনকাল: ২৩ জুন ১৯৯৬-১৫ জুলাই ২০০১ ৷ ১৩. বিচারপতি লতিফুর রহমান (১৯৩৬- )-প্রধান
উপদেষ্টা, শাসনকাল : ১৫ জুলাই ২০০১-১০ অক্টোবর ২০০১ ৷ ১৪. খালেদা জিয়া (১৯৪৪-), শাসনকাল :
১০ অক্টোবর ২০০১ ২৯ অক্টোবর ২০০৬৷ ১৫. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ (১৯৩১-২০১২)-
রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, শাসনকাল : ২৯ অক্টোবর ২০০৬- ১১ জানুয়ারি ২০০৭ ৷১৬. ফজলুল হক
(১৯৩৮- )- ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, শাসনকাল: ১১ জানুয়ারি ২০০৭- ১২ জানুয়ারি ২০০৭৷ ১৭.
ফখরুদ্দীন আহমদ (১৯৪০-)- প্রধান উপদেষ্টা , শাসনকাল: ১২ জানুয়ারি ২০০৭- ৬ জানুয়ারি ২০০৯ ৷
১৮. শেখ হাসিনা (১৯৪৭- )- শাসনকাল: ৬ জানুয়ারি ২০০৯ - বর্তমান ৷ টানা তিন বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ।
(চলবে) ৷তথ্যসূত্র : বুকস্ , ইন্টারনেট
লেখক: ফারহানা আকতার, পরিচালক ও সহযোগী অধ্যাপক, আান্তজাতিক রবীন্দ্র গবেষনা ইনস্টিটিউট,
বাংলাদেশ সময়: ১৫:৪২:০৭ ১২৩৪ বার পঠিত # #কলাম #গণতন্ত্র #প্রজন্ম #প্রবন্ধ #বঙ্গবন্ধু #মুক্তিযুদ্ধ