নিশি রাত - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » নিশি রাত - গুলশান আরা রুবী
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২



নিশি রাত   গুলশান আরা রুবীযখন গভীর নিশি রাত

তোমার সাথে জেগে আছি আমি একা,

নিরব নিস্তব্ধ এ ভুবন

সবাই ঘুমায় তখন॥

অন্তহীন ভাবনায় নিমগ্ন হয়ে,

কথা বলি আমি আঁধারের সাথে।

আকাশের বুকে চোখ রেখে

হাজারো কথা জমে আছে,

মোর হৃদয়ের গহীনে

সুদাই তারে যতনে ।

তুমি শুনবে আমার কথা,

তুমি বুঝবে আমার ব্যথা।

অনেক যত্ন করে রেখেছি

মোর অন্তরে তোমাকে বলব বলে,

তুমি কি একটু নিরবে শুনবে ?

যদি শোন তা হলে আমি বলবো

কি বলবো তা হলে তুমি শোন।

আমি এক অতিথি এ ভুবনে

নিশি তোমার মত জীবন ঘেরা,

এই মহা বিশ্বের চরনে ।

আমি বড় একা বড় একা

খুব ইচ্ছে করে তোমাতে ছুঁইতে

এই নিশিতে হয় যেন আমার যাপন ।

হাজারো কষ্টের স্মৃতি মর্ম প্রাণে

হৃদয়ে জমে আছে কষ্টের দাবানল,

নির্জনে এঁকেছিলাম কত স্বপ্ন অন্তর স্থলে

সবই যেন শেষ গেল মোর বিফলে॥

আজ আমি শূন্য হাতে

দাঁড়িয়ে কথা বলছি তোমার সনে,

তুমি আমার দুঃখের মাধবী রাত্রি

তুমি আমার সুখের পথের যাত্রি॥

সকল তারায় ঘেরা জ্যোৎস্নার আলো

তাইতো নিশি তোমাকে ভেসেছি এতো ভালো॥

বাংলাদেশ সময়: ১০:০৬:৩২   ৮৮৪ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ