“ভারতে প্রতিদিন আত্মহত্যা করছে ৩৭০ জন, গত তিন বছরে ৪ লাখ”

Home Page » এক্সক্লুসিভ » “ভারতে প্রতিদিন আত্মহত্যা করছে ৩৭০ জন, গত তিন বছরে ৪ লাখ”
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



5c048d68231f55ef85183968c1813b04.jpgবঙ্গ-নিউজ ডটকম:ভারতে গড়ে প্রতিদিন ৩৭০ ব্যক্তি আত্মহত্যা করছে এবং গত তিন বছরে দেশটির চার লাখেরও বেশি নাগরিক আত্মহত্যা করেছে।

ভারতের অপরাধ রেকর্ড ব্যুরো জানিয়েছে, ২০১১ সাল থেকে ২০১৩ সালে দেশটিতে ৪ লাখ ৫ হাজার ৬২৯ ব্যক্তি আত্মহত্যা করেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরপিএন সিং লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেছেন।

সিং জানিয়েছেন, ২০১২ সালে ভারতের এক লাখ ৩৫ হাজার ৪৪৫ জন, ২০১১ সালে এক লাখ ৩৫ হাজার ৫৮৫ জন এবং ২০১০ সালে এক লাখ ৩৪ হাজার ৫৯৯ ব্যক্তি আত্মহত্যা করে।

ভারতে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। সেখানে গত তিন বছরে নিজের প্রাণ হরণ করেছে ৪৯ হাজার ৪৫১ জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশ। এই প্রদেশগুলোতে গত তিন বছরে আত্মহত্যা করেছে যথাক্রমে ৪৭ হাজার ৯৭৫, ৪৭ হাজার ৪৮৬ ও ৪৫ হাজার ২১৬ জন।

বাংলাদেশ সময়: ৮:১৭:৪২   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ