দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী:প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী:প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৩



sheikh_hasina-bangladesh.jpgবঙ্গ-নিউজ ডটকম:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনায় তাঁর দৃঢ় অবস্থানের কথা পুন:র্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী এবং সংবিধানের বাইরে কিছুই করবে না।’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নব-নির্বাচিত কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এসময় অন্যান্যের মধ্যে এম এ লতিফ এমপি উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সবকটি নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোন অভিযোগ উঠেনি বলে তিনি উল্লেখ করেন। গত সাড়ে চার বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, সরকার জনগণের কল্যাণের জন্য দেশের উন্নয়নে অঙ্গিকারাবদ্ধ। তিনি বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর আমরা দেশের উন্নয়নে আমাদের সকল শক্তি নিয়োগ করেছি। কেননা জনগণ আমাদের এ জন্যই ভোট দিয়েছে।’ বিদ্যুৎ খাতের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন দেশে মাত্র ৩২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। তিনি বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন ১৬শ’ মেগাওয়াট থেকে ৪৩শ’ মেগাওয়াটে উন্নীত করেছিল। ‘কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ৩২শ’ মেগাওয়াটে নেমে আসে এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারও জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে পারেনি।’ শেখ হাসিনা বলেন, এবার ক্ষমতায় এসে বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে স্বল্প, মাঝারি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এর ফরশ্র“তিতে দেশে বর্তমানে দৈনিক ৬,৬৭৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়।’

বাংলাদেশ সময়: ২০:১৮:০৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ