বিএনপির নানা কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা-তারেকের কারামুক্তি দিবসে

Home Page » জাতীয় » বিএনপির নানা কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা-তারেকের কারামুক্তি দিবসে
বুধবার, ২১ আগস্ট ২০১৩



top_16082013-08-21_1377084915.jpgবঙ্গ-নিউজ ডটকম: দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লী ও অংগ সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা করেছি। এই সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্যভাবে পালন, ৩ সেপ্টেম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস ও ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস যথাযথভাবে পালন করা। একইসঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে যে আটটি জনসভা করা হবে তা সফল করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই দিন সন্ধ্যায় জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিকাল তিনটায় র‌্যালি বের করবে।

৩ সেপ্টেম্বর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের বক্তব্যের ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে। এই অনুষ্ঠানের স্থান ও সময় পরে জানানো হবে।

৫ সেপ্টেম্বর  যুবদল সমাবেশ করবে। স্থান ও সময় পরে জানানো হবে।

৯ সেপ্টেম্বর মহিলা দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করবে। স্থান সময় পরে জানানো হবে।

১০ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি ও খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মহানগর বিএনপি বিকাল তিনটায় র‌্যালির আয়োজন করবে।

১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে।

এছাড়াও ১ সেপ্টেম্বর ৬টায় নয়াপল্টন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল দশটায় শহীদ জিয়ার মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।

তিনি বলেন, আজকের সভায় ঘোষিত আটটি জনসভায় সকল ইউনিটের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। জনসভাগুলো হলো, ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রাজশাহী, ১৬ সেপ্টেম্বর রংপুর, ২২ সেপ্টেম্বর খুলনা, ২৮ সেপ্টেম্বর বরিশালে ও ৫ অক্টোবর সিলেট। এসব জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২২   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ