সারাদিনের ক্লান্ত লাগা কাটিয়ে শক্তি ফিরে পেতে যা খাবেন

Home Page » স্বাস্থ্য ও সেবা » সারাদিনের ক্লান্ত লাগা কাটিয়ে শক্তি ফিরে পেতে যা খাবেন
রবিবার, ২১ নভেম্বর ২০২১



  ---
বঙ্গ-নিউজ-

নানা কারণে সারাদিন ক্লান্ত অনুভূত হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ পর্যাপ্ত পুষ্টির অভাব। খাবার থেকেই সবাই পুষ্টি এবং কাজ চালানোর শক্তি পান। আবার এই খাবারই ক্লান্তি ভাব বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে তেলে ভাজা বা প্যাকেটের জাঙ্ক খাবার খেলে শরীরে ক্লান্তি ভাব আরও বেড়ে যায়।

কিছু কিছু খাবার আছে যেগুলি ক্লান্তি ভাব কাটিয়ে শরীরে শক্তি বাড়াতে সহায়তা করে। যেমন-

১. ক্লান্তি ভাব কাটাতে প্রথমেই তালিকায় রাখুন ফল এবং শাকসবজি। এই দু’টি খাবার ক্লান্তি ভাব সহজে কাটিয়ে দিতে পারে। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত কয়েক ধরনের ফল ও শাকসবজি রাখা উচিত।

২. পেট ভরা খাবার খেতে চাইলে ভাত, রুটি বা আলু খান। এই ধরনের শর্করা শরীরের ক্ষতি করে না। ক্লান্তি ভাব কাটাতেও কাজে লাগে।

৩. অল্প পরিমাণে দুধ খেতে পারেন। তাতে সমস্যা থাকলে সোয়া দুধ খেলেও হবে। দিনে অন্তত এক কাপ দুধ খান।
৪. ক্লান্তি ভাব কাটাতে প্রোটিনের দরকার। ডিম, অল্প মাছ বা মাংস খেতে পারলে ভাল হয়। অতিরিক্ত চর্বি যুক্ত মাংস এড়িয়ে যান। এর সঙ্গে উদ্ভিজ্জ প্রোটিন যেমন -ছোলা বা বিন রাখতে পারেন। সপ্তাহে অন্তত তিন দিন এগুলি খান। তার মধ্যে একদিন একটু তেল দিয়ে রান্না করলেও অসুবিধা নেই।

৫. অনেকেরই রুটি বা পাউরুটিতে মাখন লাগিয়ে খাওয়ার অভ্যাস আছে। মাখন বা অন্য স্প্রেড ক্লান্তি বাড়িয়ে দেয়।

৬. রোজ ৬ থেকে ৮ গ্লাস পানি খান। এতে শরীরে জমা দূষিত পদার্থের পরিমাণ কমবে। ক্লান্তিও কমবে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ