প্রায় দুই বছর পর স্টেডিয়াম খুলেছে, টিকিটের জন্য ভিড়

Home Page » ক্রিকেট » প্রায় দুই বছর পর স্টেডিয়াম খুলেছে, টিকিটের জন্য ভিড়
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১



স্টেডিয়ামে টিকিট সংগ্রহের জন্য লাইন

বঙ্গ-নিউজ: করোনার কারণে ২০২০ সালের মার্চে  স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। দীর্ঘ ২১ মাস পর আবারো আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলা দেখা যাবে গ্যালারিতে বসে। ঘরের মাঠে দর্শক ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। গত জিম্বাবুয়ে সিরিজের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে। গ্যালারিতে বসে খেলা দেখতে টাইগার সমর্থকরা টিকিট নিতে মিরপুরে ভিড় জমিয়েছেন। ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেয়া হচ্ছে না এবার, সঙ্গে রয়েছে শর্তও।

মোট ৫ ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হচ্ছে, যা সর্বোচ্চ ১০০০ টাকা থেকে সর্বনিম্ন ১০০ টাকায় মিলছে। এর মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারিতে ১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি টিকিট।

স্টেডিয়ামে টিকিট সংগ্রহের জন্য লাইন

করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার সনদ দেখিয়ে টিকিট নেয়ার বাধ্যবাধকতা থাকলেও বুথে সমর্থকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল ৯টায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার আগেই ৬টা থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে সমর্থকদের। টিকিট থাকা সাপেক্ষে পাওয়া যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

টিকিট বিক্রয়ের ধরন নিয়ে বরাবরের মতো অভিযোগের যেন শেষ নেই টাইগার সমর্থকদের। তারা বলছেন, এক একজন অন্তত ২টি টিকিট কিনতে চাইলেও ১টির বেশি দেয়া হচ্ছে না। এ ছাড়া বুথ ১টি হওয়ায় টিকিট পেতে দীর্ঘ লাইনের ঝামেলা তো রয়েছেই।

পুরুষ সমর্থকদের চেয়ে নারীদের লাইন ছোট হওয়ায় একটি টিকিট পাওয়ার পর আবারো লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে অনেককে। এভাবে চক্রাকারে ঘুরে এক একজনকে একাধিক টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৮   ৩৯৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ