ইলিশ মাছ না পেলে বাংলাদেশে পেয়াঁজ রফতানি করবে না ভারত

Home Page » জাতীয় » ইলিশ মাছ না পেলে বাংলাদেশে পেয়াঁজ রফতানি করবে না ভারত
বুধবার, ২১ আগস্ট ২০১৩



hilsa-onion-intro1.jpgবঙ্গ-নিউজ ডটকম:ইলিশ মাছ না পেলে বাংলাদেশে পেয়াঁজ রফতানি করবে না ভারত। ইলিশ রফতানি বন্ধের কারণেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত ‘অ্যান আই ফর অ্যান আই: নো ওনিয়নস ফর ব্যানিং হিলসা’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ‘পেঁয়াজ ছাড়া তরকারিই হবে বাংলাদেশের ওপর ভারতের নেয়া প্রতিশোধ’ বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ না পাওয়ায় বাংলাদেশ এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছে বলেও মন্তব্য করেছে টামইস ।

ভারতের পেঁয়াজ রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক দেবাশীস সাহা হিন্দুস্তান টাইমসকে বলেন, “আগে বাংলাদেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ রফতানি করা হতো। এখন তার মাত্র পাঁচ ভাগ পেঁয়াজ রফতানি করা হয়।”

তিনি বলেন, ” স্থলবন্দরগুলোতে ট্রাক ট্রাক পেঁয়াজ রফতানির অপেক্ষায় রয়েছে। সেগুলো খুব শিরগিরই নষ্ট হয়ে যাবে। তাই রফতানিকারকরা দেশের বাজারে এগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে। ”

বাংলাদেশ এক বছর আগে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে। ২০১২ সালের জুলাই মাসে দেশের চাহিদা পূরণের লক্ষ্যে ভারতে ইলিশের রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার, যা এখন পর্যন্ত কার্যকর আছে। এর প্রতিবাদে সোমবার ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় বলে পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে।

‘ইলিশ রফতানির তিক্ত অভিজ্ঞতাও ভারত ভোলেননি’ বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য পঙ্কজ রায়।

ভারতে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে বলে  পঙ্কজ নিশ্চিত করেছেন।

এদিকে হিলি কাষ্টমস এর সহকারী কমিশনার মাজেদুল হক পরিবর্তন ডটকমকে বলেন, ”দাম বেড়ে যাওয়ায় হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানিতে উৎসাহ দেখাচ্ছেনা ভারত সরকার।”

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৮   ৪৩০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ