দুই আবুল নজরদারিতে

Home Page » জাতীয় » দুই আবুল নজরদারিতে
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১২



2-abul.pngআবুলপদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা থেকে বাদ যাওয়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী নজরদারিতে আছেন রয়েছে।
মামলার তিন দিন পর বৃহস্পতিবার দুদক কমিশনার মো. বদিউজ্জামান এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
বদিউজ্জামান বলেন, সাবেক দুই মন্ত্রীর গতিবিধি দুদকের নিয়মিত নজরদারির মধ্যে রয়েছে।
বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার প্রেক্ষাপটে আবুল হোসেন ও আবুল হাসানসহ ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর সাতজনকে আসামি করে মামলা করে দুদক।
আসামির তালিকায় নাম না থাকলেও মামলার এজহারের বর্ণনা রয়েছে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এবং আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসানের নাম।
দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘুষ লেনদেনের ষড়যন্ত্রে তাদের ভূমিকার বিষয়ে অনুসন্ধানে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা যায়নি। তবে মামলার তদন্তের সময় সাবেক দুই মন্ত্রীর ভূমিকা আরো খতিয়ে দেখা হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূইয়াসহ সাতজনকে আসামি করেছে দুদক। তাদের গ্রেপ্তারের নির্দেশও দেয়া হয়েছে।
দুদক কমিশনার বদিউজ্জামান বলেন, গ্রেপ্তারের আগ পর্যন্ত অভিযুক্তদের পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে। আসামিদের মধ্যে যারা দেশে রয়েছেন, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তবে এখনো আমরা সাফল্য পাইনি। গ্রেপ্তারের আগ পর্যেন্ত তাদের পলাতক আসামি হিসেবে বিবেচনা করবে দুদক।
প্রধান আসামি মোশাররফ বৃহস্পতিবার জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যান। তবে তা গ্রেপ্তারে বাধা হবে না বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৪৫:৩০   ৫৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ