Home Page » বিবিধ »
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১



 ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে চান্স পেতে কীভাবে পড়বো? (লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহমুদুল হাসান)

ফাইল ছবি

গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেলো। পরীক্ষায় প্রশ্নের ধরণ আগের চেয়ে কিছুটা ভিন্ন হওয়ায় বিপাকে পড়তে হয় বেশিরভাগ পরীক্ষার্থীকে। তাই তোমরা যারা ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে আমি এখন বলবো ঢাবির খ ইউনিটে চান্স পেতে হলে তোমাদের করণীয় কী কী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন ২ টি ভাগে প্রশ্ন আসে। এক ভাগে থাকে ৬০ নম্বরের এমসিকিও এবং অন্য ভাগে থাকে ৪০ নম্বরের লিখিত। খ ইউনিটের এমসিকিও অংশে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই ৩ টি ভাগে প্রশ্ন আসে। আর লিখিত বিষয়ের প্রশ্নে আসে বাংলা এবং ইংরেজি থেকে।

এমসিকিও এর প্রস্তুতি:

বাংলা: বাংলার জন্য পড়তে হবে -গদ্য,পদ্য, উপন্যাস, নাটক, ব্যাকরণ এবং নির্মিতি( সমার্থক শব্দ, বিপরীত শব্দ,বাগধারা, এক কথায় প্রকাশ)। যদিও সর্বশেষ পরীক্ষায় ব্যাকরণ থেকে একেবারেই প্রশ্ন কম এসেছে আবার নাটক-উপন্যাস থেকে ১৫ টির মাঝখানে ৪ টি প্রশ্ন এসেছে। কিন্তু তোমাদের সময় ও যে প্রশ্ন এরকম ই হবে এরকম নিশ্চিতভাবে ভাবার সুযোগ নেই। তাই এই বিষয়গুলো মনোযোগের সাথে এবং খুঁটিনাটি সহ পড়লে কোন ঝুকি থাকবেনা।

ইংরেজি: ইংরেজির জন্য পড়তে হবে- Grammar, textbook (English for today) বইটির exercise সহ খুব ভালো করে পড়তে হবে, Vocabulary ( synonym/antonym, preposition, group verbs, phrase and idioms, spelling ইত্যাদি। এক্ষেত্রে English for today বইটিকে বেশি প্রাধান্য দিতে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলেই এমসিকিও এর সাথে সাথে লিখিত অংশেও ভালো করা যাবে।

সাধারণ জ্ঞান: বিগত বছরগুলোয় সাধারণ জ্ঞান অংশে শুধুমাত্র - বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্ন থাকলেও এবছর -পৌরনীতি ও সুশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( আইসিটি) থেকেও প্রশ্ন আসায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে।

এবার আসা যাক লিখিত বিষয়ের প্রস্তুতি নিয়ে:

বাংলা: বাংলায় গত ২ বছর লিখিত অংশে গদ্য/পদ্য থেকে সৃজনশীল, উদ্ধৃতি ব্যাখ্যা, বাক্য গঠন এগুলোই এসেছে। তাই গদ্য ও পদ্য পড়ার সময় একটু বুঝে শুনে পড়তে হবে যাতে করে লিখা যায়। এর সাথে এইচএসসির বাংলা নির্মিতি অংশের টপিকগুলো (যেমন: ইমেইল, সারাংশ লিখন) সম্পর্কে ধারণা থাকলে লিখিতে সমস্যা হবেনা ইনশাআল্লাহ।

ইংরেজি: ইংরেজি লিখিত অংশে ভালো করার টোটকা হলো,English for today বইয়ের passage গুলো line by line পড়া। এবং textual paragraph গুলো আয়ত্বে আনা। এর সাথে সাথে sentence making, transformation, sentence correction এই টপিকগুলো সম্পর্কে ধারণা থাকলে লিখিত অংশে চিন্তার কিছু নেই।

সবার প্রতি শুভকামনা। তোমরা ভালো থাক। আর কোন ধরণের দুঃশ্চিন্তা না করে পড়ালেখা কর। হয়তো দেখা হবে প্রিয় ক্যাম্পাসে।

মাহমুদুল হাসান

মাহমুদুল হাছান,শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাবি খ ইউনিট (২০১৭-১৮)=১৪ তম(মেধা তালিকায়)

জবি খ ইউনিট (২০১৭-১৮) =৩য়(মেধা তালিকায়)

ইউটিউব চ্যানেল: Tarafder English point

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫২   ৬৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ