একজন ট্রান্সজেন্ডার হলেন যুক্তরাষ্ট্রে প্রথম ৪ তারকা সহকারী স্বাস্থ্যমন্ত্রী

Home Page » প্রথমপাতা » একজন ট্রান্সজেন্ডার হলেন যুক্তরাষ্ট্রে প্রথম ৪ তারকা সহকারী স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ২০ অক্টোবর ২০২১



যুক্তরাষ্ট্রে প্রথম সহকারী স্বাস্থ্যমন্ত্রী একজন ট্রান্সজেন্ডার

বঙ্গনিউজঃ  যুক্তরাষ্ট্রে সহকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিয়োগ দেয়া হয়েছে চার তারকা বিশিষ্ট ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের এডমিরাল ড. র‌্যাচেল লেভিন (৬৩)কে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নিয়োগ এটাই প্রথম। ড. র‌্যাচেল লেভিন বর্তমানে যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস কমিশন্ড কোরের একজন এডমিরাল। তাকে মন্ত্রী পর্যায়ে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনিতেই তিনি যুক্তরাষ্ট্রে উচ্চ পদস্থ একজন ট্রান্সজেন্ডার কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ নিয়োগকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তার আগে এলজিবিটিকিউ সম্প্রদায়ের অন্য যারা সরকারি পদে এসেছিলেন তাদের প্রতি এদিন সম্মান জানিয়ে বক্তব্য রাখেন ড. র‌্যাচেল।তিনি বলেন, হয়তো এই নিয়োগের পর আরও এমন নিয়োগ দেয়া হবে। কারণ, আমাদের রয়েছে বৈচিত্রপূর্ণ এক সংস্কৃতি এবং অধিক অংশগ্রহণমূলক ভবিষ্যত।উল্লেখ্য, ড. র‌্যাচেল লেভিন হার্ভার্ড কলেজ এবং তুলানি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এর আগে তিনি পুষ্টিবিদ হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে পাবলিক হেলথ সার্ভিস কমিশন্ড কোরে ইউনিফর্ম পরা কর্মকর্তা আছেন প্রায় ৬ হাজার। তারা করোনা ভাইরাস মহামারি ও প্রাকৃতিক অন্যান্য দুর্যোগের মতো স্বাস্থ্য সংকটের সময় দায়িত্ব পালন করে থাকেন।ড. র‌্যাচেল লেভিনকে নিয়োগের ঘটনাকে সমতার ভিত্তিতে এক জাতি গঠনের ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ বলে বর্ণনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেচারা।ড. র‌্যাচেল লেভিন পেনসিলভ্যানিয়ায় ফিজিশিয়ান জেনারেল এবং রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে যুক্তরাষ্ট্রের সহকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিশ্চিত করতে মার্চে সিনেটে ভোট হয়। এতে তার পক্ষে ভোট পড়ে ৫২টি। বিপক্ষে ভোট দেন ৪৮ জন। নিয়োগ চূড়ান্তকরণ প্রক্রিয়ায় মনোনীত ব্যক্তিকে করোনা ভাইরাসের মতো মহামারি নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:২৪   ৭৬৩ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ