ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে

Home Page » ইতিহাসের এইদিনে » ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে
বুধবার, ২০ অক্টোবর ২০২১




পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ 

বঙ্গনিউজঃ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১৪ শত বছর আগে আজকের এই দিনে অর্থাৎ ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানর।দিনটি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পক্ষ থেকেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। দিনটি উপলক্ষে গোটা মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অপরদিকে, প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা ধর্মীয় ও পার্থিব জীবনে সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি মহানবী (সা.)- এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে। করোনা মহামারিসহ আজকের পৃথিবী দ্বন্দ্ব ও সংঘাতময় হয়ে উঠেছে। এই অবস্থায় বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রিয় নবী (সা.) এর অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই নিশ্চিত হতে পারে।ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ধ মসজিদে মসজিদে এবং নিজ নিজ বাড়িতে কুরআন খতম ও জিকির আজকারের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করছেন।ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই দেশের সব বিভাগ, জেলা, উপজেলাসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর পক্ষকালব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন শুরু হয়েছে।এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে মঙ্গলবার বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার, ২০ অক্টোবর, দেশে সাধারণ ছুটি। গত রোববার, ১৭ অক্টোবর, এক প্রজ্ঞাপনে ১৯ অক্টোবরের, মঙ্গলবার, পরিবর্তে ২০ অক্টোবর তথা বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুর্ননির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির কারণে আজ সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ যাবতীয় সকল কিছু বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১২:০৪:৩৪   ৭২৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইতিহাসের এইদিনে’র আরও খবর


৩ নভেম্বর,ঐতিহাসিক জেলহত্যা দিবস
ভয়াবহ সেই দুপুর
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা শ্রদ্ধা
ড. মোহাম্মদ ইউনূস ‘অলিম্পিক লরেল’ অর্জন করলেন
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ রোকেয়া দিবস
এদিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত
আজ শোকাবহ জেলহত্যা দিবস
পবিত্র আশুরা আজ

আর্কাইভ